মহানগর বিএনপির অনুমতি ছাড়া থানা, ওয়ার্ড ও ইউনিটের উদ্যোগে ইফতার মাহফিল আয়োজন করা যাবে না। বৃহস্পতিবার (৭ এপ্রিল) নগর বিএনপির সদস্য মিজানুর রহমান মিলটনের পাঠানো এক বিবৃতিতে নেতৃবৃন্দ এ আহবান জানিয়েছেন। দলীয় শৃঙ্খলা রক্ষার্থে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে বিবৃতিতে নেতৃবৃন্দ উল্লেখ করেছেন।
এতে বলা হয়- খুলনা মহানগর বিএনপি নেতৃবৃন্দ এক যৌথ বিবৃতিতে মহানগরীর অন্তর্গত সকল থানা, ওয়ার্ড ও ইউনিট শাখার নেতৃবৃন্দকে মহানগরী শাখার অনুমতি ছাড়া কোন ধরনের ইফতার মাহফিল আয়োজন করা থেকে বিরত থাকার আহবান জানিয়েছেন।
বিবৃতিদাতারা হলেন, আহ্বায়ক এস এম শফিকুল আলম মনা, সদস্য সচিব মো. শফিকুল আলম তুহিন, যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম জহির, কাজী মো. রাশেদ, স ম আ রহমান, সৈয়দা রেহেনা ইসা, অ্যাডভোকেট নুরুল হাসান রুবা, কাজী মাহমুদ আলী, আজিজুল হাসান দুলু, শের আলম সান্টু, আবুল কালাম জিয়া, বদরুল আনাম খান, মাহাবুব হাসান পিয়ারু, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, একরামুল হক হেলাল, মাসুদ পারভেজ বাবু, শেখ সাদী ও হাসানুর রশিদ চৌধুরী মিরাজ।