খুলনা, বাংলাদেশ | ১২ পৌষ, ১৪৩১ | ২৭ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  জাহাজে ৭ খুনে জড়িতদের বিচার দাবিতে সারাদেশে নৌযান শ্রমিকদের লাগাতার কর্মবিরতি শুরু
  মারা গেছেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং

নগরীর ১৯ ও ৩ নং ওয়ার্ড বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন

গেজেট ডেস্ক

খুলনা মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা বলেছেন, শেখ হাসিনা দিল্লিতে বসে স্বপ্ন দেখছেন মোদির দেশ ভারত তাকে সাহায্য করবে এবং আবার বাংলাদেশের সিংহাসনে বসবেন। বাংলাদেশ থেকে পালিয়ে গিয়ে দিল্লিতে আসন গেড়ে পরিকল্পনায় ব্যস্ত-কিভাবে বাংলাদেশকে দুর্বল করা যায়, কিভাবে এসে মানুষকে আরও কষ্ট দেওয়া যায়; কিন্তু আল্লাহর গজব এদের ওপর পড়েছে। এরা আর কোনোদিন বাংলাদেশে আসতে পারবে এবং রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হবে- এমন কোনো সম্ভাবনাই আমরা দেখছি না।

সোমবার (২৮অক্টোবর) সন্ধ্যায় ৬টায় সোনাডাঙ্গা থানার অর্ন্তগত ১৯নং ওয়ার্ড বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের পতন হলেও দেশে এখনো নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারায় লিপ্ত রয়েছে পরাজিত শক্তির দোসররা। তারা গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে। দুস্কৃতিকারীরা দেশকে অস্থিতিশীল করতে মরিয়া হয়ে উঠেছে। সন্ত্রাসীদের কঠোর হস্তে দমন করতে হবে, এর কোনো বিকল্প নেই উল্লেখ করে হামলা ও রক্তাক্ত পথ অনুসরণ করে ষড়যন্ত্রকারীরা যাতে ফায়দা লুটতে না পারে সেজন্য দলমত নির্বিশেষে সবাইকে সজাগ থাকার আহবান জানিয়েছেন তিনি।

বিএনপি নেতা শাহ জালাল এর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান বক্তা ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন। বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক বদরুল আনাম খান। সম্মেলনের উদ্বোধন করেন সোনাডাঙ্গা থানা বিএনপির আহবায়ক সাবেক কাউন্সিলর হাফিজুর রহমান মনি। বিশেষ বক্তা ছিলেন থানা বিএনপির সদস্য সচিব সাজ্জাদ আহসান পরাগ। সম্মেলনে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, ফকরুল আলম, রেহেনা ঈসা, এড. নুরুল হাসান রুবা, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, শেখ সাদী, একরামুল কবির মিল্টন, শেখ জামাল উদ্দিন, শেখ ফারুক হোসেন, মিজানুর রহমান মিলটন, আলী আক্কাস, শফিকুল ইসলাম শফি, আসাদুজ্জামান আসাদ, কাজী মিজানুর রহমান, কাজী নজরুল ইসলাম, মোস্তফা কামাল, মাহমুদ আলম বাবু মোড়ল, শেখ আজিজুর রহমান, শেখ হাবিবুর রহমান, শেখ আব্দুল আলীম, ওহিদুজ্জামান হাওলাদার, আবুল ওয়ারা, আরিফুল ইসলাম বিপ্লব, আহসান হাবীব বাবু, মোঃ মিজানুর রশীদ, কামরুজ্জামান রুনু, শওকত আলী লাবু বিশ্বাস, সাইফুল ইসলাম বক্সী, আসাদুজ্জামান হারুন, মুন্নি জামান, ডাঃ হালিম গাজি, মাহবুবুর রহমান রতন, রফিকুল ইসলাম শান্ত, মোঃ সাঈদ, আব্দুল্লাহ আল বিমান, দেলোয়ার হোসেন, শেখ মনিরুল ইসলাম, মুন্সি রেজা, মো: হুমায়ূন কবির, মোঃ শাহীন মল্লিক রাজু, সাইন খান প্রমূখ।

সম্মেলনের দ্বিতীয় পর্বে কাউন্সিলরদের ভোটের মাধ্যমে সভাপতি পদে শেখ মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক পদে কাজী মিজানুর রহমান ও সাংগঠনিক সম্পাদক পদে শেখ মনিরুল ইসলাম মনিরকে বিজয়ি ঘোষণা করেছেন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক রেহানা ঈসা।

এদিকে সোমবার (২৮অক্টোবর) বিকাল সাড়ে ৪টায় মধ্যডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় দৌলতপুর থানার অর্ন্তগত ৩নং ওয়ার্ড বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে  প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা। প্রধান বক্তা ছিলেন খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন।

সম্মেলনের উদ্বোধন দৌলতপুর থানা বিএনপির আহবায়ক মুর্শিদ কামাল, বিশেষ বক্তা ছিলেন শেখ ইমাম হোসেন। বিএনপি নেতা আব্দুল ওহাব এর সভাপতিত্বে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, রেহানা ঈসা, নুরুল হাসান রুবা, শফিকুল ইসলাম হোসেন, শেখ সাদী, মতলুবুর রহমান মিতুল, লিয়াকত হোসেন লাভলু, নেহিবুল হাসান নেহিম, বেলায়েত হোসেন, খবির উদ্দীন, জয়নাল আবেদীন, আনসার আলী, ইকবাল কবির, মাঈনুল ইসলাম, আরব আলী, আরমান হোসেন, রাসেলুজ্জামান, পারভেজ ইসলাম, সিরাজুল ইসলাম সানি, হুমায়ুন কবির, রকিবুল ইসলাম মিঠু, এলেম হাওলাদার, মিজানুর রহমান, শেখ নাজিম, লতিফ মোড়ল, হাসান সালাউদ্দিন, এনায়েত হোসেন, সেলিম আহ্সান, এম এম জসিম, সালমা বেগম, আল আমিন রতন, জাকির হোসেন, মাহবুব হোসেন, রবিউল ইসলাম, মাফিজুর রহমান, সাজ্জাদ হোসেন রিপ্পি, মিজানুর রহমান মৃদুল, হাসিবুর রহমান শোভন, শেখ আব্দুল্লাহ্ মামুন, মোঃ মুরাদ হোসেন, মনিরুজ্জান লিটন প্রমূখ।

সম্মেলনের দ্বিতীয় পর্বে ওয়ার্ড কাউন্সিলরদের ভোটে সভাপতি পদে হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক পদে রকিবুল ইসলাম মিঠু ও সাংগঠনিক সম্পাদক পদে মোঃ মুরাদ হোসেনকে নির্বাচিত ঘোষনা করেন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক রেহানা ঈসা।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!