খুলনা মহানগরীর শহীদ তিতুমীর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে পরিবেশবাদী সংস্থা ছায়াবৃক্ষের পক্ষ থেকে দেশি জাতের ফলজ গাছের চারা রোপণ করা হয়েছে। শনিবার (৬ আগস্ট ) সকাল ১১ টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ বৃক্ষরোপন করা হয়।
স্কুলের প্রধান শিক্ষক মোঃ ইউসুফ আলীর সভাপতিত্বে কর্মসূচিতে অতিথি ছিলেন বাংলাদেশ পরিবেশ সমিতি বেলার খুলনার বিভাগীয় সমন্বয়কারী মাহফুজুর রহমান মুকুল।
ছায়াবৃক্ষের প্রধান নির্বাহী মাহবুব আলম বাদশার পরিচালনায় উপস্থিত ছিলেন সাংবাদিক খলিলুর রহমান সুমন, ব্যবসায়ী রবিউল ইসলাম বিপ্লব,উপ সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা আব্দুস সোবাহান, উপসহকারী প্রাণী সম্পদ কর্মকর্তার ইফতেখার আজম, স্কুলের শিক্ষক শেখ জসীমউদ্দীন, উত্তম কুমার, মারুফ হোসেন রাব্বি প্রমুখ।