খুলনা, বাংলাদেশ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৪ নভেম্বর, ২০২৪

Breaking News

  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৮৬

নগরীর বয়রা বাজারে একই সময়ে আওয়ামী লীগ ও বিএনপির সভা, কেএম‌পির নি‌ষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক

খুলনায় একই দিনে একই স্থানে, একই সময়ে ১৬ নং ওয়ার্ড আওয়ামী লীগ ও বিএনপি কর্মী সভার আহবান করায় নি‌ষেধাজ্ঞা জারি করেছে কেএমপি। দু’টি দলই আজ বিকেলে বয়রা বাজারে এ সভার আয়োজন করে।

বিষয়টি খুলনা গেজেটকে নিশ্চিত করেছেন সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো: মমতাজুল হক।

নগর বিএনপি আহবায়ক এড. শফিকুল আলম মনা খুলনা গেজেটকে বলেন, ১৬ নং ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে বয়রা বাজারে কর্মী সভার আয়োজন করা হয়। আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন। কিন্তু পরে জানতে পারলাম একই স্থানে সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগ প্রতিবাদ সমাবেশের আয়োজন করে‌ছে। সোনাডাঙ্গা থানা পুলিশ ওয়ার্ড বিএনপি নেতাদের সেখানে সভা করতে নিষেধ করেছে। পরবর্তীতে সহিংসতা এড়ানোর জন্য কর্মী সভা বিকেল ৪ টায় দলীয় কার্যালয়ে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অপরদিকে সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তসলিম আহমেদ আশা খুলনা গেজেটকে বলেন, বিএনপি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বিভিন্ন ধরণের কটুক্তি করছে। এর প্রতিবাদে আজ বৃহস্প‌তিবার সোনাডাঙ্গা থানার উদ্যোগে বয়রা বাজারে প্রতিবাদ সভার আয়োজন করা হয়। আমরা যথাসময়ে সভাস্থলে উপস্থিত হব।

কেএম‌পির নি‌ষেধাজ্ঞার ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। পুলিশ আমাদের সেখানে সভা করতে না দিলে ফিরে আসবো।

সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো: মমতাজুল হক খুলনা গেজেটকে বলেন, একইস্থানে সভার আয়োজন করা হলে শান্তি শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে। তিনি ব্যক্তিগতভাবে ১৬ নং ওয়ার্ড উভয় দলের সভাপতি ও সাধারণ সম্পাদককে একই স্থানে সভা না করার জন্য অনুরোধ করেছেন।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!