খুলনা, বাংলাদেশ | ১ ফাল্গুন, ১৪৩১ | ১৪ ফেব্রুয়ারি, ২০২৫

Breaking News

  অপারেশন ডেভিল হান্টে ২৪ ঘণ্টায় সারাদেশে ৫৬৬ জন গ্রেপ্তার
  ডিসেম্বরে নির্বাচন হতে পারে: ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে ড. ইউনূস

নগরীতে সড়ক ও ফুটপাত দখলদারদের অপসারণ, ৪ ব্যবসায়ীকে জরিমানা

গেজেট ডেস্ক 

নগরীর বয়রা বাজার এলাকায় সড়ক ও ফুটপথ থেকে অবৈধ দখলদারদের অপসারণ করেছে খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি)। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে এ অপসারণ অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন কেসিসি’র এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণা।

এসময়, ফুটপথ দখল করে ব্যবসা করার অপরাধে হোটেল ব্যবসায়ী মো: মনির কাজীকে ৩ হাজার টাকা, হার্ডওয়্যার ব্যবসায়ী মো: মুজিবরকে ২ হাজার টাকা, ট্রেড লাইসেন্স নবায়ন না করার অপরাধে পাবনা মিষ্টি ঘরের স্বত্ত্বাধিকারী দ্বীন ইসলামকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়, ফুটপথ দখল করার অপরাধে জলিল সরণি’র হোটেল স্বাদ-এর মালিক আব্দুর রাজ্জাককে ৫ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন, কেসিসি’র এস্টেট অফিসার গাজী সালাউদ্দিনসহ কেএমপি’র সদস্যরা। জনস্বার্থে এ অপসারণ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়।

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!