বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিণী ডাঃ জোবাইদা রহমানের বিরুদ্ধে দুদকের মামলার রায়ের প্রতিবাদে বৃহস্পতিবার (০৩ আগস্ট) বিকালে বিক্ষোভ মিছিল-সমাবেশ করেছে খুলনা মহানগর যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।
মহানগর ছাত্রদলের আহবায়ক ইস্তিয়াক আহম্মেদ ইস্তির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি চৌধুরী নাজমুল হুদা সাগর। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন নগর যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি কাজী নেহিবুল হাসান নেইম, নগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম শাহীন, যুগ্ম-সম্পাদক ইউসুফ মোল্লা, সাংগঠনিক সম্পাদক মুনতাসির আল মামুন, সাইফুল ইসলাম মল্লিক, দপ্তর সম্পাদক মোঃ নাসির উদ্দিন, নগর ছাত্রদলের সদস্য সচিব মোঃ তাজিম বিশ্বাস, ইবাদুল ইসলাম ও হাসান ফকির, যুবদল নেতা রবিউল ইসলাম রুবেল, সাকির হোসেন, জাকির ইকবাল বাপ্পী, মন্জুরুল সৌরভ, রফিকুল ইসলাম টিটু, সাইফুল ইসলাম সান্টু, আব্দুল আজিজ সুমন, নাজমুল হাসান নাসিম ও খান ইমরান আহমেদ প্রমুখ।
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার স্ত্রী ডাঃ জোবাইদা রহমানকে কারাদণ্ডাদেশ ঘোষণার প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচি সফলে নেতাকর্মী খুলনায় রেল স্টেশনে জড়ো হয়। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে নগরীর কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যদিয়ে তাৎক্ষনিক কর্মসূচি শেষ হয়।
সমাবেশে চৌধুরী নাজমুল হুদা সাগর বলেছেন, যতদিন বাংলাদেশ থাকবে- ততোদিন স্বাধীনতার ঘোষক শহীদ জিয়ার অবদান দেশবাসী স্মরণ রাখবে। বাংলাদেশ দেওলিয়াত্বের পথে জিয়া পরিবার এক বিরাট বাঁধা। সে কারণেই প্রথমে খালেদা জিয়া, শহীদ জিয়া, পরবর্তীকালে তারেক রহমান এবং সর্বশেষে ডাঃ জোবাইদা রহমানের বিরুদ্ধে এই ষড়যন্ত্রমূলক মামলা এবং শাস্তি প্রদানের মাধ্যমে তাদের ভাবমূর্তি ক্ষুন্ন করার অপকৌশল করা হয়েছে। – খবর বিজ্ঞপ্তির
খুলনা গেজেট/কেডি