খুলনার মশিয়ালীতে সিনিয়র এবং জুনিয়র বিষয় নিয়ে কথা কাটাকাটির দ্বন্দ্বে এক বন্ধুর হাতে আরেক বন্ধু জখম হয়েছে। সোমবার (৫ মে) রাত ৯ টায় এ ঘটনা ঘটে।
আহত যুবকের নাম মোঃ ফয়সাল (২২)। তিনি খানজাহান আলী থানার পাড়িয়ার ডাঙ্গা এলাকার বাসিন্দা ফজলুল আকঞ্জির ছেলে।
জানা যায়, খুলনা মহানগরীর খানজাহান আলী থানার পাড়িয়ার ডাঙ্গা এলাকার বাসিন্দা রনি আকঞ্জির ছেলে জুবায়ের হোসেন রাব্বি (১৮) র সাথে সিনিয়র এবং জুনিয়র বিষয় নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে ফজলুল আকঞ্জির ছেলে মোঃ-ফয়সাল (২২)কে পেপসির কাচের বোতল দিয়ে মুখে আঘাত করে। এতে তার চোখে মুখে চরমভাবে জখম হয়। তাৎক্ষণিক বাড়ির আত্মীয়-স্বজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে রাব্বি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসাধীন আছে।
খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ কবির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল পুলিশ পাঠানো হয়েছে। থানায় এখনও কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে বলে তিনি এ প্রতিবেদককে আরও জানান।
খুলনা গেজেট/এইচ/এনএম