খুলনা, বাংলাদেশ | ১১ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৬ নভেম্বর, ২০২৪

Breaking News

  কুমিল্লায় ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত
  মানবতাবিরোধী অপরাধ : চিফ প্রসিকিউটর দেশে না থাকায় ফখরুজ্জামান ও সাত্তারের জামিন শুনানি ২ সপ্তাহ পেছাল আপিল বিভাগ
  আজ থেকে জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ শুরু
  অ্যান্টিগা টেস্ট: শেষ দিনে বাংলাদেশের দরকার ২২৫ রান, হাতে ৩ উইকেট

নগরীতে বিদ্যালয় থেকে চুরি যাওয়া ২১ ল্যাপটপ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

খুলনার সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে চুরি যাওয়া ২১টি ল্যাপটপ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে আটক করা হয়েছে। এরা হলেন মো. মাহবুব খাঁ, সাজু আহমেদ, সজীব পিয়াদা দিদারুল ইসলাম ও রবিউল ইসলাম।

সোমবার বিকেলে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) এক প্রেসব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।

কেএমপির উপ-কমিশনার (দক্ষিণ) মো. শাকিলুজ্জামান জানান, নিজস্ব সোর্স ও প্রযুক্তির সহায়তায় গত ২২ সেপ্টেম্বর দিদারুল ও রবিউলকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ঢাকা, কক্সবাজারের কুতুবদিয়া থেকে অন্য ৩ জনকে গ্রেপ্তার করা হয়।  চুরির পর তারা এসব ল্যাপটপ বিভিন্ন জনের কাছে বিক্রি করে দেন।

গত ৭ জুন ভোরে বিদ্যালয়ের কম্পিউটার ল্যাবের গ্রিল কেটে এইচপি ব্রান্ডের ২১টি ল্যাপটপ চুরি হয়। এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসেন শেখ বাদি হয়ে অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করে সদর থানায় মামলা করেন।

 

খুলনা গেজেট/নাফি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!