পূর্ব শত্রুতার জের ধরে নগরীতে দুই কলেজ ছাত্রকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুবৃত্তরা। রোববার রাত সাড়ে ৮ টার দিকে খুলনা থানাধীন রেলস্টেশন এলাকায় এ ঘটনাটি ঘটে। আহত দু’জনকে স্থানীয়রা উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।
আহতরা হলেন, মোঃ আরিফুল ইসলাম ও মোঃ তপু। তারা দু’জন শহীদ সোহরাওর্য়াদী কলেজের একাদশ শ্রেণির ছাত্র।
জানা গেছে, কিছুদিন আগে শহীদ সোহরাওয়ার্দী কলেজে একটি বিষয়কে কেন্দ্র করে শুভ নামে এক যুবকের সাথে তাদের বিরোধ হয়। এরই জের ধরে তাদের দু’জনকে রাতে ফোন করে রেলস্টেশনে ডেকে নেওয়া হয়। এ সময় শুভ ঐস্থানে উপস্থিত ছিল বলে আহত দুই যুবক জানায়। তার নেতৃত্বে অজ্ঞাত আরও ১২ জন তাদের দু’জনকে কুপিয়ে জখম করে ফেলে রেখে পালিয়ে যায়।
বর্তমানে তারা দুইজন হাসপাতালের সার্জরী ওয়ার্ডে ভর্তি রয়েছে। এ রির্পোট লেখা পর্যন্ত পুলিশ কাউকে আটক করতে পারেনি।
খুলনা গেজেট / আ হ আ