খুলনা, বাংলাদেশ | ১ মাঘ, ১৪৩১ | ১৫ জানুয়ারি, ২০২৫

Breaking News

  দুদক সংস্কারে ৪৭ প্রস্তাবনা কমিশনের; কাল দেয়া হবে প্রধান উপদেষ্টা কে
  ভারত-বাংলাদেশ সীমান্তে এখন কোনো উত্তেজনা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
  ১০ ট্রাক অস্ত্র মামলায় খালাস পেলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর
  নির্বাচন যত বিলম্ব হচ্ছে তত রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট তৈরি হচ্ছে, ভ্যাট বৃদ্ধি অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে : মির্জা ফখরুল
অবৈধভাবে পলিথিন উৎপাদন ও লাইসেন্সবিহীন পানির বোতল বাজারজাতকরণ

নগরীতে তিনটি প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা অর্থদন্ড

নিজস্ব প্রতিবেদক

খুলনা মহানগরীতে অবৈধভাবে নিষিদ্ধ পলিথিন উৎপাদন ও বিপণন এবং বিএসটিআই-এর লাইসেন্স ছাড়া পানির বোতল বাজারজাতকরণের অপরাধে তিনটি প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।

বুধবার (৩ ফেব্রুয়ারি) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত খুলনা মহানগরীর লবণচরা ও হরিণটানা এলাকায় র‌্যাব অভিযান পরিচালনা করে এ অর্থদন্ড প্রদান করে।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৬ খুলনার অতিরিক্ত পুলিশ সুপার (কোম্পানী কমান্ডার) মুহাম্মদ ছুরত আলম।

তার দেয়া তথ্য মতে, বুধবার দুপুর ১ টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত র‌্যাব-৬ এর স্পেশাল কোম্পানী খুলনার একটি আভিযানিক দল এবং ঢাকা সদর দপ্তরের আইন কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সহযোগিতায় খুলনার হরিণটানা ও লবণচরা এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।

এসময় বিএসটিআই-এর লাইসেন্স ছাড়া পানির বোতল বাজারজাতকরণের অপরাধে লবণচরা এলাকার মো: বিল্লাহ হোসনকে ৭৫ হাজার টাকা, অবৈধভাবে নিষিদ্ধ পলিথিন উৎপাদন ও বিপণনের অপরাধে হরিণটানা থানাধীন জিরো পয়েন্ট এলাকার রবিউল হাসানকে ১ লাখ ২৫ হাজার টাকা এবং একই অপরাধে লবণচরা থানা এলাকার সাব্বির করিম প্রিন্সকে ২ লাখ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!