খুলনা, বাংলাদেশ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ৩০
  ২১ আগস্ট গ্রেনেড হামলা : আপিল বিভাগে ফের শুনানি ২৬ মে

নগরীতে কিশোরীকে গণধর্ষণের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

খুলনা মহানগরীর খালিশপুর মুজগুন্নি শেখপাড়া এলাকায় দিনমজুরের কিশোরী মেয়ে (১৫) গণধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার দিবাগত রাতে এঘটনা ঘটে। বুধবার (০৯ সেপ্টেম্বর) রাতে ভিকটিমকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, খালিশপুরের রাজন, রসুল, হানিফ, জাকির, ফুয়াদ ও সোহাগ মিলে মঙ্গলবার দিবাগত গভীর রাতে দিনমজুরের বাড়ীতে গিয়ে বেধড়ক মারপিট করে সকলকেই। লুটপাট করে মুল্যবান জিনিসপত্র ও স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেয়। একপর্যায়ে দিনমজুরের কিশোরী মেয়েকে ধর্ষণ করে তারা।

খালিশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মোস্তাক আহমেদ বলেন, মারামারি ঘটনায় রাজনকে বুধবার দুপুরে গ্রেপ্তার করা হয়েছে। সেই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। ধর্ষণের কোন ঘটনা তো শুনিনি। তবে ভুক্তভোগী পরিবারের কেউ মামলা দিলে গ্রহন করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

খুলনা গেজেট/এআইএন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!