খুলনা, বাংলাদেশ | ৭ পৌষ, ১৪৩১ | ২২ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  ব্রাজিলে দুর্ঘটনায় বাসে আগুন, পুড়ে নিহত ৩৮

নগরবাসির ভোগান্তিতে খুলনা সিটি কর্পোরেশন নজর দিবেন কি?

ড. মো. মোর্ত্তূজা আহমেদ

খুলনা শহর বাংলাদেশের অন্যতম প্রধান নগরী হিসেবে পরিচিত হলেও সাম্প্রতিক সময়ে এখানকার বাসিন্দারা নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন। নগরবাসীর দৈনন্দিন জীবনে ভোগান্তি এখন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। জনসাধারণের এ দুর্ভোগ নিরসনে খুলনা সিটি কর্পোরেশনের কার্যকর উদ্যোগ ও পদক্ষেপের অভাব স্পষ্ট।

সম্প্রতি খুলনা শহরের গুরুত্বপূর্ণ সমস্যাগুলির একটি হলো ট্রাফিক জ্যাম। প্রধান সড়কগুলোতে অতিরিক্ত যানবাহনের চাপ, সঠিক ট্রাফিক নিয়ন্ত্রণের অভাব এবং রাস্তা নির্মাণের কাজ চলার কারণে প্রতিদিন অনেক মানুষ ট্রাফিক জ্যামে আটকে থাকে। অতিরিক্ত যানবাহনের চাপ শহরের দ্রুত বর্ধনশীল জনসংখ্যা এবং ব্যবসায়িক কার্যক্রমের প্রসারকে আরও তীব্র করে তুলেছে, যার ফলে কাজে যাওয়া ও অফিসগামী মানুষদের দীর্ঘ সময় ধরে যানজটে অপেক্ষা করতে হয়।

সঠিক ট্রাফিক নিয়ন্ত্রণের অভাব স্পষ্ট, অপরিকল্পিত ইউ-টার্ন এবং অসচেতন চালকদের কারণে সমস্যা বেড়ে যাচ্ছে। রাস্তা নির্মাণ ও ড্রেন সংস্কারের জন্য চলমান খোঁড়াখুঁড়ির কাজও ট্রাফিক জ্যামের আরেকটি প্রধান কারণ। যদিও এই কাজগুলি দীর্ঘমেয়াদে নগরীর উন্নয়নে সহায়ক, তবে এর ফলে সৃষ্ট অস্থায়ী অসুবিধা সাধারণ মানুষের জন্য দুঃখের কারণ হয়ে দাঁড়িয়েছে। ইজিবাইক ও রিকশার অব্যবস্থাপনা খুলনা শহরের ট্রাফিক জ্যামের আরেকটি বড় কারণ, বিশেষ করে নগরীর কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে এদের অনিয়ন্ত্রিত চলাচল সাধারণ মানুষের পথ চলাচলে বাধা সৃষ্টি করছে।

এইসব সমস্যার সম্মিলিত প্রভাবে খুলনা শহরের প্রতিদিনের জীবনযাত্রা বিঘ্নিত হচ্ছে, সময়মতো গন্তব্যে পৌঁছানো কঠিন হয়ে পড়েছে এবং নাগরিকদের মানসিক ও শারীরিক চাপ বাড়ছে। খুলনা সিটি কর্পোরেশন ও ট্রাফিক বিভাগকে সমন্বিতভাবে কাজ করে এই সমস্যার সমাধান করতে হবে। সঠিক ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা, পরিকল্পিত রাস্তা নির্মাণ এবং ইজিবাইক ও রিকশার নিয়ন্ত্রণের জন্য কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। এই উদ্যোগগুলি নগরবাসীর দৈনন্দিন জীবনকে সহজ করবে এবং খুলনা শহরকে একটি সুপরিকল্পিত ও বাসযোগ্য নগরীতে পরিণত করবে।

অন্যদিকে খুলনা শহরের বর্জ্য ব্যবস্থাপনা ব্যবস্থা এখনও সুষ্ঠুভাবে কার্যকর হয়নি, যা নগরবাসীর জন্য বড় ধরনের সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। রাস্তা ও ড্রেনে আবর্জনার স্তুপ জমে গিয়ে নগরীর পরিবেশ দূষিত হচ্ছে এবং এর ফলে স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। ময়লা-আবর্জনা সঠিকভাবে অপসারণ না করায় নগরের বিভিন্ন রাস্তার পাশে এবং অতি সম্প্রতি খুলনা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের সামনের রাস্তায় স্তূপ করে রাখা হচ্ছে, যা হলের ছাত্র-ছাত্রী এবং নগরবাসীর দৈনন্দিন জীবনে বিরক্তির কারণ হয়ে উঠেছে। নিয়মিত ময়লা পরিষ্কার না করার ফলে দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। বর্জ্য ব্যবস্থাপনায় সিটি কর্পোরেশনের উদাসীনতা এবং অপরিকল্পিত উদ্যোগ স্পষ্ট।

নগরীর এই অবস্থা কেবল পরিবেশ দূষণ নয়, বরং জলাবদ্ধতার সমস্যাও বাড়িয়ে তুলছে। ড্রেনগুলিতে আবর্জনার স্তুপ জমে গিয়ে পানি প্রবাহ ব্যাহত হয়, ফলে বৃষ্টির সময় জলাবদ্ধতা সৃষ্টি হয়, যা নগরবাসীর জন্য অতি দুর্ভোগের কারণ হয়ে দাঁড়ায়। খুলনা সিটি কর্পোরেশনের উচিত দ্রুত বর্জ্য ব্যবস্থাপনায় কার্যকর পদক্ষেপ নেওয়া। নিয়মিত ময়লা-আবর্জনা অপসারণের জন্য একটি সুসংগঠিত এবং নিয়মিত কর্মসূচি গ্রহণ করা প্রয়োজন। এছাড়া, নাগরিকদের সচেতনতা বৃদ্ধির জন্য সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা উচিত, যাতে তারা বর্জ্য সঠিক স্থানে ফেলার অভ্যাস গড়ে তুলতে পারেন। সঠিক বর্জ্য ব্যবস্থাপনা শহরের পরিবেশ সুরক্ষা, নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষা, এবং একটি বাসযোগ্য খুলনা গড়ে তুলতে সহায়ক হবে।

এছাড়াও বিভিন্ন রাস্তার দুরাবস্থা, খানা-খন্দ এবং অসম্পূর্ণ নির্মাণ কাজের কারণে যান চলাচল ব্যাহত হচ্ছে। এতে করে যানবাহনের গতি কমে যায় এবং যাত্রাপথে দুর্ঘটনার আশঙ্কা বেড়ে যায়। এছাড়া, খুলনা মহানগরীতে ঢোকার ৩টি প্রধান রাস্তার বেহাল দশা নগরবাসির দুর্ভোগ আরও বাড়িয়ে তুলছে। ওয়াসার রাস্তা খোঁড়াখুঁড়ির কাজ নাগরিক ভোগান্তি আরও বৃদ্ধি করেছে। নগরের অধিকাংশ ওয়ার্ডের অলিগলি সড়কে রাতে বাতি জ্বলে না আবার কিছু ক্ষেত্রে আলোর সল্পতা। ফলে রাতের সময় চলাচল করতে নগরবাসীর অসুবিধা হয়। ঘটছে চুরি এবং ছিনতাই এর মত ঘটনা। খুলনা মহানগরের বিভিন্ন এলাকায় মাঝারি ও ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়, যা নগরবাসির দুর্ভোগ বাড়িয়ে তোলে। এই জলাবদ্ধতা শুধু বর্ষাকালে সীমাবদ্ধ নয়, সারা বছরই কম বেশি এ সমস্যার সম্মুখীন হতে হয়। বর্ষাকালে অল্প বৃষ্টিতেই শহরের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে।

একইভাবে খুলনা সড়কে যত্রতত্র পার্কিংয়ে চরম ভোগান্তি এখন যেন গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। গুরুত্বপূর্ণ অফিস-আদালত, ব্যাংক, বীমা, বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান, প্রাইভেট হাসপাতাল, ডায়াগনষ্টিক সেন্টার, চিকিৎসকদের ব্যক্তিগত চেম্বার, বিপণি বিতান, শপিংমল, হোটেল-রেস্তোরাঁসহ বিভিন্ন স্থানে নির্দিষ্ট পার্কিং ব্যবস্থা না থাকায় উন্মুক্ত সড়কের উপর পার্কিং করা হচ্ছে। এর ফলে স্বাভাবিক চলাচলে বাধাগ্রস্থ হচ্ছে সাধারণ মানুষ এবং যানজটসহ ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। অথচ নগরীর নিদিষ্ট স্থানে পার্কিংয়ের ব্যবস্থা করে সিটি কর্পোরেশন তাদের আয় বাড়াতে পারে।

সিটি কর্পোরেশনের প্রধান দায়িত্ব হলো নাগরিক সেবা প্রদান ও নগরীর উন্নয়ন। তবে বর্তমান পরিস্থিতিতে সিটি কর্পোরেশনের কার্যক্রম প্রশ্নবিদ্ধ হয়ে দাঁড়িয়েছে। বিদ্যমান সমস্যাগুলি সমাধানে সিটি কর্পোরেশনের উদ্যোগ ও পরিকল্পনার অভাব স্পষ্ট হয়ে উঠছে। নাগরিকদের জীবনযাত্রার মান উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা তাদের প্রধান কর্তব্য। খুলনার সাধারণ নাগরিকরা প্রতিদিনের সমস্যাগুলির সম্মুখীন হয়ে হতাশা প্রকাশ করছেন। তাদের অভিজ্ঞতা ও মতামত অনুযায়ী, সিটি কর্পোরেশনের সাথে যোগাযোগ ব্যবস্থা আরও কার্যকর হওয়া প্রয়োজন। সমস্যাগুলির দ্রুত সমাধানের জন্য তারা নিয়মিত অভিযোগ করলেও সমস্যার সুষ্ঠু সমাধান পাওয়া যায় না। সিটি কর্পোরেশনকে অবকাঠামো উন্নয়নে আরও মনোযোগী হতে হবে। ট্রাফিক ব্যবস্থাপনা, রাস্তা সংস্কার এবং বর্জ্য ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তি ও দক্ষ জনশক্তি নিয়োগ করা উচিত।

পরিশেষে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে নগর সেবা প্রদান সহজতর করা যেতে পারে। অনলাইন সেবা, মোবাইল অ্যাপ্লিকেশন এবং ডিজিটাল পেমেন্ট সিস্টেমের মাধ্যমে নাগরিকদের সুবিধা বাড়ানো সম্ভব। নাগরিকদের সচেতনতা বৃদ্ধি ও তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে সিটি কর্পোরেশনকে উদ্যোগ নিতে হবে। বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি ও আলোচনা সভার আয়োজন করে নাগরিকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা উচিত। খুলনা শহরের নগরবাসির জীবনযাত্রার মান উন্নয়নে খুলনা সিটি কর্পোরেশনের গুরুত্ব অপরিসীম। নাগরিকদের বিভিন্ন সমস্যার সমাধানে সিটি কর্পোরেশনের আরও উদ্যোগী ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। আগামী দিনে একটি উন্নত ও বাসযোগ্য খুলনা গড়তে সিটি কর্পোরেশনের প্রতি নগরবাসির প্রত্যাশা অনেক।

লেখক : সহযোগী অধ্যাপক, ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিন, খুলনা বিশ্ববিদ্যালয়। Email: mourtuza@ku.ac.bd

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!