যশোরের হাসান বুক ডিপো থেকে অ্যাডভান্স প্রকাশনীর নকল ৫০টি গ্রামার বই উদ্ধারের ঘটনায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। যশোর পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নীতিমালা কমিটি এ জরিমানা করে।
সোমবার (২১ এপ্রিল) অনুষ্ঠিত সমিতির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন সমিতির সভাপতি মাসুদুর রহমান।
সূত্র জানায়, অ্যাডভান্স পাবলিকেশনস জানতে পারে যশোরের হাসান বুক ডিপো ঢাকা থেকে নকল বই সংগ্রহ করে বিক্রি করছে। বিষয়টি নিয়ে অ্যাডভান্সের যশোর প্রতিনিধি সমিতির কাছে লিখিত অভিযোগ করেন। এ অভিযোগের ভিত্তিতে শনিবার রাত ১০টার দিকে সমিতির নেতৃবৃন্দ হাসান বুক ডিপোতে অভিযান চালান। দোকান তল্লাশি করে ৫০টি নকল বই উদ্ধার করেন। এরই ভিত্তিতে এদিন আনুষ্ঠানিক মিটিং এর মাধ্যমে হাসান ডিপোকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
খুলনা গেজেট/এএজে