খুলনা, বাংলাদেশ | ৩ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৮ নভেম্বর, ২০২৪

Breaking News

  মহাখালীতে সড়ক-রেললাইন অবরোধ শিক্ষার্থীদের, সারা দেশের সঙ্গে ঢাকার ট্রেন চলাচল বন্ধ
  ভারতের সাথে বন্দি বিনিময় চুক্তির ভিত্তিতে সরকার শেখ হাসিনাকে ফিরিয়ে আনার চেষ্টা করছে : চিফ প্রসিকিউটর
  জুলাই-আগস্ট গণহত্যার মামলায় আন্তর্জাতিক ট্রাইব্যুনালে সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রীসহ ১৩ জনের শুনানি চলছে
  শেখ হাসিনাসহ ৪৬ জনের বিরুদ্ধে গণহত্যা মামলার তদন্ত শেষ করা ১৭ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ ট্রাইব্যুনালের

নওয়াপড়ায় আগুনে ৪টি ঘর পুড়ে ছাঁই

যশোর প্রতিনিধি

যশোরের অভয়নগর উপজেলার পৌরএলাকার নোনাঘাটায় শনিবার গভীররাতে আগুনে চারটি বসতঘর ও ৬টি ছাগল পুড়ে ছাঁই হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, এদিন রাত ২টার দিকে ঘাট শ্রমিক মেহেরুননেছার ছাগলের ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। এতে ঘরে বাধা ৬টি ছাগল পুড়ে ছাই হয়ে যায়। এরপর আগুনে আইযুব হোসেন, আনোয়ারা বেগম ও বাবুলউদ্দিনের ঘর পুড়ে যায়। এসময় ঘরে থাকা আসবাবপত্র, টেলিভিশন, ফ্রিজ, কাপড়, নগদ টাকা, সোনারগহনা সবই পুড়ে যায়। ক্ষতির পরিমাণ প্রায় ৮ লাখ টাকা। খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

নওয়াপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার এহসানুল হক জানান, কী কারণে আগুন লেগেছে তা এখনো জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণও নিরুপণ করা সম্ভব হয়নি।

এদিকে, আগুনে পুড়ে যাওয়ার খবর পেয়ে ছুটে যান অভয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গীর, নওয়াপাড়া পৌরমেয়র সুশান্ত দাস শান্ত। ক্ষতিগ্রস্ত ঘরগুলো পুননির্মাণের উদ্যোগ নিয়েছেন মেয়র ।

এছাড়া, শ্রমিকনেতা রবিন অধিকারী ব্যাচা, মেয়র প্রার্থী এসএম মহসিন, কাউন্সিলর প্রার্থী আব্দুল মালেক হাওলাদার, আব্দুস সালাম, জিয়াউদ্দিন পলাশ, শেখ আজিমও ক্ষতিগ্রস্তদের সহায়তা দিয়েছেন।

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!