নওয়াপাড়ায় নৌ-শ্রমিক অধিকার সংরক্ষণ ঐক্য পরিষদের ১৫ দফা দাবি বাস্তবায়নের লক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়ন নওয়াপাড়া শাখার আয়োজনে সোমবার বিকালে যশোর-খুলনা মহাসড়ক সংলগ্ন নওয়াপাড়া প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ঘন্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তৃতা করেন লাইটারেজ শ্রমিক ইউনিয়ন নওয়াপাড়া শাখার কার্যকরী সভাপতি শেখ রাসেল লিটু, সহ-সভাপতি নাসির শেখ, আল আমিন হোসেন, কার্যকরী সাধারণ সম্পাদক কামাল হোসেন, সহ-সাধারণ সম্পাদক খালেক হোসেন, মাঈনুদ্দিন শেখ, প্রচার সম্পাদক রাজু হোসেন, কোষাধ্যক্ষ সোহেল হোসেন, সহ-আইন বিষয়ক সম্পাদক বাবুল হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, নৌ-শ্রমিকদের মিমাংশিত খোরাকী ভাতা কার্যকর করা, ডাব্লুটিসি এর সিরিয়ালে পণ্য জাহাজ চালনা, পাইপ লাইনে জ্বালানী তেল সরবরাহ সিদ্ধান্ত বাতিল করা, নৌ-অধ্যাদেশের বাহিরে ডিজি শিপিংয়ের মাস্টার/ ড্রাইভারদের সনদ সংক্রান্ত হয়রানি বন্ধ করা, নৌপথে চাঁদাবাজী বন্ধসহ ১৫ দফা দাবি মানতে হবে-নইলে জাহাজ বন্ধ হবে। অন্যথায় জাহাজ বুঝে নিতে আহবান করা হয়।
খুলনা গেজেট/এনএম