খুলনা, বাংলাদেশ | ৩ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৮ নভেম্বর, ২০২৪

Breaking News

  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৮৩
  ১৬ ডিসেম্বর ঘিরে কোনো ধরণের হামলার শঙ্কা নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

নওগাঁয় পৃথক দু‌টি সড়ক দুর্ঘটনায় নিহত ৫

গেজেট ডেস্ক

নওগাঁয় পৃথক দু‌টি সড়ক দুর্ঘটনায় সিভিল সার্জন অফিসে হিসাবরক্ষণ কর্মকর্তাসহ পাঁচজন নিহত হয়েছে।

সোমবার সকাল ১০টার দিকে নওগাঁর মহাদেবপুরে শিবরামপুর এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী আবুল কালাম আজাদ (৫৪) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি নওগাঁ সিভিল সার্জন অফিসে হিসাবরক্ষণ কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

মোটরসাইকেলে করে মহাদেবপুর নিজ বাড়ি থেকে নওগাঁ জেলা সদরে অফিসে যাওয়ার পথে এ দুর্ঘটনার শিকার হন আবুল কালাম আজাদ। তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে নেওয়া হয়েছে। মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজম উদ্দিন মাহমুদ এসব তথ্য জানান।

অপরদিকে নওগাঁর ধামইরহাটে একটি বালুবোঝাই ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেলের চার আরোহী নিহত হয়েছেন। রোববার রাতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী নিহত হন। দুর্ঘটনায় আহত অপর দু’জন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার সকালে মারা গেছেন।

রোববার রাত সাড়ে ৯টার দিকে ধামইরহাট উপজেলার হরতকীডাঙ্গা বাজার এলাকায় ধামইরহাট-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত চারজন হলেন ধামইরহাট উপজেলার নানাইচ গ্রামের গোলজার হোসেনের ছেলে আবু সুফিয়ান (১৮) এবং একই গ্রামের মোজ্জাম্মেল হকের ছেলে আব্দুস সালাম (৩০), ধামইরহাট উপজেলার জাহানপুর গ্রামের জুয়েল হোসেনের ছেলে মিনহাজুল ইসলাম (২৮) এবং একই গ্রামের হেলাল উদ্দিনের ছেলে সজল হোসেন (৩৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহতরা সবাই সবজি ব্যবসায়ী। রোববার ধামইরহাট উপজেলা সদর বাজারে হাটবার ছিল। হাটে মালামাল বেচাকেনা শেষে একই এলাকায় বাড়ি হওয়ায় একটি মোটরসাইকেলে করে চারজন বাড়ি ফিরছিলেন। ধামইরহাট বাজার থেকে জয়পুরহাট-ধামইরহাট আঞ্চলিক মহাসড়কের হরতকীডাঙ্গা বাজার এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি বালুবোঝাই ট্রাক (টাঙ্গাইল-ড-১১-০০৫৮) তাঁদের মোটরসাইকেলের পেছনে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেল থেকে ছিটকে দু’জন ট্রাকের নিচে পড়ে ঘটনাস্থলেই নিহত হন। আহত দু’জনকে উদ্ধার করে স্থানীয়রা ধামাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তাঁদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম রাকিবুল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘চার জন একই মোটরসাইকেলে ধামইরহাট বাজার থেকে বাড়ি ফিরছিলেন। দুর্ঘটনায় নিহত দু’জনের লাশ উদ্ধার করা হয়েছে। আহত দু’জনকে ধামইরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া অবস্থায় তাঁদের অবস্থার অবনতি হলে রামেক হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে আজ সোমবার সকালে তাঁদের মৃত্যু হয়।’

এদিকে, রোববার রাত ১০টার দিকে স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় ধামইরহাট উপজেলার শল্পি বাজার এলাকায় ট্রাকটি আটক করা হয়েছে। তবে ট্রাকের চালক এবং তাঁর সহযোগী পালিয়ে গেছেন। এ ঘটনায় ধামইরহাট থানায় একটি মামলা দায়ের হয়েছে।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!