আইপিএলে মহেন্দ্র সিং ধোনির রয়েছে বেশ কয়েকটি রেকর্ড। এবার আরও একটি মাইলফলক স্পর্শ করলেন এই কিপার-ব্যাটসম্যান। প্রথম ক্রিকেটার হিসেবে টুর্নামেন্টের ইতিহাসে ২০০ ম্যাচ খেলার কীর্তি গড়লেন তিনি।
আবু ধাবিতে সোমবার রাজস্থান রয়্যালসের বিপক্ষে টস করতে নেমে মাইলফলকটি স্পর্শ করেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক। এত দীর্ঘ সময় ধরে খেলা চালিয়ে যেতে পারায় নিজেকে ভাগ্যবান মনে করছেন ধোনি। টসের সময় বললেন সেটিই।
“আপনার কথাতেই বিষয়টা (২০০তম ম্যাচ) আমি জানলাম। অবশই ভালো লাগছে, তবে এটা কেবলই একটা সংখ্যা। অনেক চোট ছাড়া লম্বা সময় ধরে খেলতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি।”
আইপিএলের শুরুর আসর ২০০৮ সাল থেকে চেন্নাইয়ের হয়ে খেলছেন ধোনি। কিন্তু ২০১৬-১৭ আসরে চেন্নাইকে নিষিদ্ধ করা হলে সে সময় তিনি খেলেন রাইজিং পুনে সুপারজায়ান্টের হয়ে। পরে আবার যোগ দেন দলটিতে। তার দুইশ ম্যাচের ১৭০টিই চেন্নাইয়ের জার্সিতে। বাকি ৩০টি পুনের হয়ে।
ধোনির পর এই মাইলফলক ছোঁয়ার খুব কাছে আছেন রোহিত শর্মা। ২০০ থেকে তিন ম্যাচ দূরে মুম্বাই ইন্ডিয়ান্স অধিনায়ক। সব ঠিক থাকলে এবারের আসরেই গড়ে ফেলবেন এই কীর্তি। তার পরে সবচেয়ে বেশি ম্যাচ চেন্নাইয়ের আরেক ক্রিকেটার সুরেশ রায়নার। চলতি আসরে না খেলা বাঁহাতি এই ব্যাটসম্যানের ম্যাচ সংখ্যা ১৯৩। কলকাতা নাইট রাইডার্সের কিপার-ব্যাটসম্যান দীনেশ কার্তিক খেলেছেন ১৯১টি।
টুর্নামেন্টের এই পথচলায় ধোনি আগেই গড়েছেন অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ১০৭ ম্যাচ জয়ের রেকর্ড। কিপার হিসেবে সর্বোচ্চ ৩৮ স্টাম্পিংও তার। এই ম্যাচের আগে ১৭৮ ইনিংসে রান করেছেন চার হাজার ৫৬৮, ফিফটি ২৩টি, নেই কোনো সেঞ্চুরি। কিপার-ব্যাটসম্যানদের মধ্যে আইপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহকও তিনি।
খুলনা গেজেট/এএমআর