খুলনা, বাংলাদেশ | ৮ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৩ নভেম্বর, ২০২৪

Breaking News

  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

ধোনির বিদায় ছুঁয়ে গিয়েছে সাকিব-মুশফিকদেরও

ক্রীড়া প্রতিবেদক

প্রায় ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ার শেষে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। যাওয়ার আগে ভারতকে পাইয়ে দিয়েছেন আইসিসি সবগুলো স্বীকৃত ট্রফি। ক্রিকেট থেকে ধোনির বিদায় অনুমেয় থাকলেও উইকেটরক্ষক এই ব্যাটসম্যানের চলে যাওয়া আবেগি করে তুলছে সমগ্র বিশ্বের ক্রিকেটারদের। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বাংলাদেশের ক্রিকেটাররাও নিজেদের আবেগের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। চলুন দেখে নেয়া যাক, ধোনির বিদায়ে কে কি বললেন।

সাকিব আল হাসান: বিদায় মহেন্দ্র সিং ধোনি। খেলার মাঠে আপনি ছিলেন নিঃসন্দেহে একজন দুর্দান্ত খেলোয়াড় এবং শক্তিশালী প্রতিদ্বন্দ্বী। আন্তর্জাতিক ক্রিকেটে অসাধারণ পারফরম্যান্স দিয়ে আপনি অনুপ্রাণিত করেছেন লাখো মানুষকে। আপনার সুন্দর ভবিষ্যতের জন্য রইলো শুভ কামনা।

মুশফিকুর রহিম: ক্রিকেটের সত্যিকারের জিনিয়াস! জীবন্ত কিংবদন্তি এবং একজন চ্যাম্পিয়ন। অসাধারণ ক্যারিয়ারের জন্য আপনাকে অভিনন্দন মাহি ভাই।

মাহমুদউল্লাহ রিয়াদ: আপনি আমার ক্রিকেট ক্যারিয়ারের একজন অনুপ্রেরণা। আপনার ক্রিকেটীয় সামর্থ্য, সিদ্ধান্ত নেয়া এবং মাঠে যেকোনো অবস্থায় আপনার ঠাণ্ডা মাথায় থাকা- আমাকে দারুণ অনুপ্রাণিত করে। আমি আপনার অবসরের সংবাদ শুনে সত্যিই দুঃখ পেয়েছি। ধন্যবাদ মাহি ভাই।

সাব্বির রহমান: এটা সত্যিই হৃদয় ভেঙে দিয়েছে। ক্রিকেটকে লম্বা সময়ে ধরে দারুণ মুহূর্ত উপহার দেয়ার জন্য ধন্যবাদ। ক্রিকেট আপনাকে মিস করবে!

রুবেল হোসেন: তুমি ক্রিকেটারের চাইতেও বেশিকিছু! খেলার মাঠের সত্যিকারের ভদ্রলোক। স্মৃতি উপহার দেয়ার জন্য ধন্যবাদ এমএসডি।

অবসরের ঘোষণা ধোনি নিজেই দিয়েছেন। শনিবার ভারতের স্বাধীনতা দিবসে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে ‘ক্যাপ্টেন কুল’ খ্যাত ধোনি অবসরের বিষয়টি নিশ্চিত করেছেন।

ধোনির অধীনে ভারত ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি এবং ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপ জিতেছে। ২০১৯ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের হয়ে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ধোনি।

খুলনা গেজেট/এএমআর




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!