আরও একটি নতুন রেকর্ড গড়লেন মাহেন্দ্র সিং ধোনি। সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে তিনটি ক্যাচ নিয়ে অন্যরকম সেঞ্চুরি করেন চেন্নাই সুপার কিংসের এ অধিনায়ক।
প্রথমে জেসন রয়, প্রিয়ম গর্গ ও ঋদ্ধিমান সাহার অসাধারণ তিনটি ক্যাচ নিয়ে নতুন রেকর্ড গড়েন ধোনি। এই তিনটি ক্যাচের সৌজন্যে চেন্নাইয়ের হয়ে ১০০টি ক্যাচ ধরেন ভারতীয় সাবেক এ সফল অধিনায়ক।
আইপিএলের ১৪ আসরের ইতিহাসে প্রথম কোনো খেলোয়াড় হিসেবে একটি দলের হয়ে রেকর্ড সর্বোচ্চ ১০০টি ক্যাচ ধরলেন ধোনি। এ তালিকায় ধোনির পরেই আছেন চেন্নাই সুপার কিংসের সুরেশ রায়না। তিনি ৯৮টি ক্যাচ ধরেছেন। তৃতীয় পজিশনে আছেন মুম্বাই ইন্ডিয়ানসের ক্যারিবীয় তারকা অলরাউন্ডার কায়রন পোলার্ড। তিনি মুম্বাইয়ের হয়ে ৯৪টি ক্যাচ ধরেছেন।
বৃহস্পতিবার সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ধোনি শুধু ক্যাচই ধরেননি, বহুদিন পর নিজের চেনা ঢঙে ছক্কা হাঁকিয়ে ম্যাচ জিতিয়েছেন। ২ বল বাকি থাকতেই ৬ উইকেটে ম্যাচ জিতে যায় চেন্নাই সুপার কিংস।
এদিন হেরে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩৪ রান করে সানরাইজার্স হায়দরাবাদ। টার্গেট তাড়া করতে নেমে ২ বল হাতে রেখে ৬ উইকেটের জয় পায় চেন্নাই।
এই জয়ে ১১ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে সবার আগে আইপিএল চলমান ১৪তম আসরের প্লে অফ নিশ্চিত করে চেন্নাই।
খুলনা গেজেট/এনএম