ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ইউসুফ বেপারীকে গ্রেপ্তার করেছে র্যাব। শনিবার তাকে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
র্যাবের পাঠানো প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে জানা গেছে, ইউসুফ বেপারীর বিরুদ্ধে ২০০৮ সালে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত বরিশালে একটি ধর্ষণ মামলা রুজু হয়। মামলার বিচারকার্য শেষে ঘটনার সত্যতা প্রমানিত হওয়ায় আদালত আসামী ইউসুফ বেপারীকে যাবজ্জীবন কারাদণ্ডসহ ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
আসামি আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন স্থানে দীর্ঘদিন যাবত পালিয়ে বেড়ায়। তাকে গ্রেপ্তারের লক্ষ্যে র্যাব-৬, সাতক্ষীরা ক্যাম্পের একটি আভিযানিক দল গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখে। পরবর্তীতে তাকে বরিশালের উজিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
খুলনা গেজেট/ এসজেড