খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের দৌলতপুরস্থ অস্থায়ী ক্যাম্পাসে দেশব্যাপী ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে স্বাস্থ্যবিধি মেনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শুকবার (০৯ অক্টোবর) অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শহীদুর রহমান খান অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ সমাবেশের সাথে একাত্মতা ঘোষণা করেন।
বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থী মাহিরুল হক শিলংয়ের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. আশিকুল আলম, সহকারী অধ্যাপক ড. এম এ হান্নান, ড. তসলিম হোসেন, প্রভাষক ডাঃ শাহাবুদ্দিন আহমেদ, প্রভাষক তপতী রায়, শিক্ষার্থী পিয়াল রায় ও শামিমা বর্ষা, প্রশাসনিক কর্মকর্তা ফোরকান আহমেদ রনি প্রমুখ। অনুষ্ঠানে শিক্ষার্থীদের পক্ষ থেকে ধর্ষণ ও নারী নির্যাতন প্রতিরোধে ৭দফা দাবি পেশ করা হয়।
খুলনা গেজেট/এআইএন