খুলনা, বাংলাদেশ | ২৫ আশ্বিন, ১৪৩১ | ১০ অক্টোবর, ২০২৪

Breaking News

  দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৩৩
  কুষ্টিয়ায় বজ্রপাতে ৪ জনের মৃত্যু
  আরও এক মামলায় খালাস পেলেন ফখরুল-রিজভী-আমির খসরু
  ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে রেণু হত্যা : একজনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন

দ্রব্যমূল্যের উর্দ্ধগতি ও খালেদা জিয়ার মুক্তির দাবিতে সাতক্ষীরায় প্রতিবাদ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

দ্রব্যমূল্যের উর্দ্ধগতি ও বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সাতক্ষীরায় প্রতিবাদ সমাবেশ করেছে সাতক্ষীরা জেলা বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার (২ মার্চ) বিকাল ৪টায় শহরের তালতলা উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক এ্যাড. সৈয়দ ইফতেখার আলীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাড. আসাদুজ্জামান আসাদ।

বিশেষ অতিথির ছিলেন কেন্দ্রীয় বিএনপির সদস্য ডা. শহিদুল আলম, কেন্দ্রীয় যুবদলের যুগ্নসম্পাদক আক্তারুজ্জামান, জেলা বিএনপির সদস্য সচিব চেয়ারম্যান আব্দুল আলিম, যুগ্ম আহবায়ক আব্দুর রউফ, হাবিবুর রহমান হবি, তারিকুল হাসান, মৃনাল কান্তি রায় প্রমুখ।

প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি কেন্দ্রীয় নেতা অ্যাড. আসাদুজ্জামান আসাদ বলেন, দ্রব্যমুল্যের উর্দ্ধগতিতে জনগণের নাভিশ্বাস উঠেছে। তেল, গ্যাস, চাল, ডালসহ নিত্যপণ্যের দাম দফায় দফায় বাড়ছে। মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে নিত্যপণ্যের দাম। অথচ সরকার সাধারণ জনগণকে বাঁচাতে কোন পদক্ষেপ নিচ্ছে না।

তিনি আরো বলেন, কল্যাণমুলক রাস্ট্রের ধারণা হলো, ভর্তূকি দিয়ে হলেও নিত্যপণ্যকে জনসাধারণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখা। এখন উল্টো সরকার বড় ব্যবসায়ীদের হাতে জিম্মি হয়ে পড়েছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমাতে সরকারকে আহ্বান জানাচ্ছি। অন্যথায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। তিনি এ সময় অতি দ্রুত বেগম খালেদা জিয়াকে নি:শর্ত মুক্তির দাবি জানান। সমাবেশে জেলার বিভিন্ন প্রান্ত থেকে শত শত নেতা-কর্মীরা অংশ গ্রহন করেন।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!