খুলনা, বাংলাদেশ | ৩০ পৌষ, ১৪৩১ | ১৪ জানুয়ারি, ২০২৫

Breaking News

  ১০ ট্রাক অস্ত্র মামলায় খালাস পেলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর
  নির্বাচন যত বিলম্ব হচ্ছে তত রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট তৈরি হচ্ছে, ভ্যাট বৃদ্ধি অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে : মির্জা ফখরুল

দ্বিতীয় বাংলাদেশি হিসেবে টি-টোয়েন্টিতে মুস্তাফিজের ‘সেঞ্চুরি’

ক্রীড়া প্রতিবেদক

সাকিব আল হাসানের পর দ্বিতীয় বাংলাদেশি বোলার হিসেবে টি-টোয়েন্টিতে ১০০ উইকেট নেয়ার কৃতিত্ব দেখালেন বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমান।

বাংলাদেশ-ইংল্যান্ডের টি-টোয়েন্টি সিরিজটি শুরুর আগে তার উইকেট সংখ্যা ছিল ৯৭টি। প্রথম দুই ম্যাচ থেকে দুটি উইকেট পান ফিজ। আজ ডেভিড মালান উইকেট তুলে নিয়ে টি-টোয়েন্টিতে উইকেটের সেঞ্চুরি পূরণ করলেন তিনি।

মঙ্গলবার (১৪ মার্চ) মিরপুল শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি শুরু হয় দুপুর ৩টায়। ম্যাচটি সরাসরি দেখাচ্ছে গাজী টিভি ও টি-স্পোর্টস।

প্রথম বাংলাদেশি হিসেবে এর আগে টি-টোয়েন্টিতে ১০০ উইকেট নেয়ার কৃতিত্ব দেখান অধিনায়ক সাকিব আল হাসান। ১১১ ম্যাচে ১৩০ উইকেট আছে সাকিবের।

সাকিব ও মুস্তাফিজের পর বাংলাদেশের পক্ষে তৃতীয় সর্বোচ্চ উইকেট নিয়েছেন সাবেক বাঁ-হাতি স্পিনার আব্দুর রাজ্জাক। ৩৪ ম্যাচে ৪৪ উইকেট আছে তার।

২০১৫ সালের ২৪ এপ্রিল পাকিস্তানের বিপক্ষে মিরপুরে টি-টোয়েন্টিতে অভিষেক হয় মুস্তাফিজের। এরপর থেকে এখন পর্যন্ত ৮০টি ম্যাচ খেলেছেন তিনি। ২২.০৪ গড়ে তিনি নিয়েছেন ১০০ উইকেট। যেখানে সর্বোচ্চ ২২ রানে ৫ উইকেট।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!