খুলনা, বাংলাদেশ | ২৯ পৌষ, ১৪৩১ | ১৩ জানুয়ারি, ২০২৫

Breaking News

  আরও ৬০ দিন বাড়ল সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা
  রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত
  দেশে একজনের শরীরে এইচএমপিভি ভাইরাস শনাক্ত : আইইডিসিআর

দ্বিতীয় টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের কাছে ২৩ রানে হার বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টিতে ২৩ রানে হেরেছে টাইগাররা। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ১৬৭ রান তাড়া করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। ১৯.৫ ওভারে সবগুলো উইকেট হারায় সফরকারীরা।

দারুণ জয়ে বাংলাদেশকে ২৩ রানে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজে সমতা ফেরাল জিম্বাবুয়ে। ব্যাটিংয়ে ১৬৬ রানের লড়াকু পুঁজি সংগ্রহের পর নিয়ন্ত্রিত বোলিংয়ে বাংলাদেশকে ১৪৩ রানে আটকে রাখে জিম্বাবুয়ে। এতে দুই দলের পূর্ণাঙ্গ সিরিজে প্রথমবারের মতো জয়ের স্বাদ পেল জিম্বাবুয়ে। সঙ্গে টি-টোয়েন্টি সিরিজ জয়ের আশা সিরিজ বাঁচিয়ে রাখল সিকান্দার রাজারা।

জিম্বাবুয়ের জয়ের দিনে বাংলাদেশের পারফরম্যান্স ছিল একেবারেই নির্বিষ। ব্যাটিং, বোলিংয়ে কোনো বিভাগেই ভালো করতে পারেনি অতিথিরা। তাতে ম্যাচ অতি সহজেই জিতে নেয় জিম্বাবুয়ে। এর আগে প্রথম ম্যাচ বাংলাদেশ জিতেছিল ৮ উইকেটে।

অভিষেক ম্যাচেই ব্যাট হাতে আলো ছড়িয়েছেন শামীম হোসেন পাটোয়ারি। তবে বড় ইনিংস খেলতে না পারার আক্ষেপ নিয়ে সাজঘরে ফিরতে হয় তাঁকে। দ্রুত রান তুলতে গিয়ে ১৩ বলে ২৯ রান করে ফেরেন শামীম। সঙ্গী হারানোর পর বেশিক্ষণ টিকতে পারেননি আফিফ হোসেনও। ২৪ রানে ফেরেন তিনি।  পরে মোহাম্মদ সাইফউদ্দিন চেষ্টা করলেও লাভ হয়নি তাতে। এতে হারের ব্যবধান কমে শুধু। সাইফউদ্দিন থামেন ব্যক্তিগত ১৯ রানে।

ইনিংসের তৃতীয় ওভারে ২ উইকেট হারিয়েছিল বাংলাদেশ। সেখান থেকে টাইগারদের টেনে তোলার চেষ্টা করছিলেন শেখ মেহেদি হাসান ও সাকিব আল হাসান। তবে ইনিংস বড় করতে পারেননি সাকিব। ওয়েলিংটন মাসাকাদজার বলে ১২ রান করে সাজঘরে ফেরেন তিনি।

প্রথম ম্যাচে হাফ সেঞ্চুরি তুলে নিলেও সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে দ্রুতই সাজঘরে ফিরেছেন মোহাম্মদ নাইম। এদিন ব্লেসিং মুজারাবানির বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন ৮ বলে ৫ রান করা নাইম। এদিন থিতু হতে পারেননি সৌম্য সরকারও। নাইমের বিদায়ের ওভারেই ৭ বলে ৮ রান করে প্যাভিলিয়নের পথে হাঁটেন

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে ৬ উইকেট হারিয়ে ১৬৬ রান সংগ্রহ করেছে জিম্বাবুয়ে। দলটির হয়ে সর্বোচ্চ ৭৩ রানের ইনিংস খেলেছেন ওপেনার ওয়েসলি মাধেভেরে।

তিনি দারুণ খেললেও টাইগার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে সংগ্রহ বড় করতে পারেনি জিম্বাবুয়ে। নিজের প্রথম ওভারে কিছু খরুচে বোলিং করলেও নিজের পঞ্চম বলে টাডিওয়ানশে মারুমানিকে বোল্ড করে ফিরিয়েছেন শেখ মেহেদী।

এরপর প্রথম ওভারেই উইকেট পেয়েছেন সাকিব আল হাসানও। এই বাঁহাতি স্পিনারের করা দ্বিতীয় বলে রেজিস চাকাভা উড়িয়ে মারতে চেয়েছিলেন মিড অফের উপর দিয়ে। সেখানে দুজন ফিল্ডার থাকলেও বল ধরা পড়ে শরিফুল ইসলামের হাতে।

এর আগে শূন্য রানেই ফিরতে পারতেন চাকাভা। তাসকিন আহমেদের বলে ঠিকমতো পুল করতে পারেননি এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। বল যখন হাওয়ায় ভাসছিলো তখনক শর্ট ফাইন লেগ থেকে শরিফুল ইসলাম ও ডিপ স্কয়ার লেগ থেকে মেহেদি হাসান ক্যাচের জন্য ছুটে আসেন।

যদিও কেউই ক্যাচ না নিয়ে অন্যজনের অপেক্ষায় ছিলেন। চাকাভা ফেরার পর দারুণ জুটি গড়ে জিম্বাবুয়ের রান বাড়াচ্ছিলেন মাধেভেরে ও মেয়ার্স। এই দুজনের পঞ্চাশোর্ধ রানের জুটি গড়ে ফেলেছিলেন।

দারুণ খেলতে থাকা ডিওন মেয়ার্স ব্যক্তিগত ২৬ রানে শরিফুলের বলে উড়িয়ে মেরেছিলেন ডিপ পয়েন্টের দিকে। তবে ব্যাটে বলে সংযোগ ঠিক মতো না হয়ে তা জমা পড়ে মেহেদীর হাতে। এর ফলে মাধেভেরের সঙ্গে তার ৫৭ রানের জুটি ভাঙে।

এরপর হাফ সেঞ্চুরি তুলে নিয়ে ৫৭ বলে ব্যক্তিগত ৭৩ রানে শরিফুলের দ্বিতীয় শিকার হন মাধেভেরে। শরিফুলের অফ স্টাম্পের বাইরের বল জায়গা করে নিয়ে এক্সট্রা কভারের উপর দিয়ে খেলতে চেয়েছিলেন মাধেভেরে তবে ব্যাটের কোনায় লেগে তা চলে যায় আফিফ হোসেন ধ্রুবর হাতে।

শেষ দিকে সিকান্দার রাজা ৪ রান করে হন রান আউট। আর ইনিংসের শেষ বলে শরিফুলকে উড়িয়ে মারতে গিয়ে ২ রান করে আউট হন লুক জংউই। ১৯ বলে ৩৪ রান করে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন রায়ান বার্ল।

বাংলাদেশের হয়ে ৪ ওভার বল করে ৩৬ রান দিয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন পেসার শরিফুল ইসলাম। এছাড়াও শেখ মেহেদী হাসান সাকিব আল হাসান ১টি করে উইকেট পান।

সংক্ষিপ্ত স্কোর

টস : জিম্বাবুয়ে

জিম্বাবুয়ে : ১৬৬/৬ (২০ ওভার)
মাধেভেরে ৭৩, বার্ল ৩৪*, মায়ার্স ২৬
শরিফুল ৩৩/৩, মেহেদী ১১/১, সাকিব ৩২/২

বাংলাদেশ : ১৪৩/১০ (১৯.৫ ওভার)
শামীম ২৯, আফিফ ২৪, সাইফউদ্দিন ১৯
মাসাকাদজা ২০/৩, জংওয়ে ৩১/৩

ফল : জিম্বাবুয়ে ২৩ রানে জয়ী।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!