খুলনা, বাংলাদেশ | ১১ পৌষ, ১৪৩১ | ২৬ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  ময়মনসিংহে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের ৪ জন নিহত
  নিখোঁজের ৪২ ঘণ্টা পর কাপ্তাইয়ের কর্ণফুলী নদী থেকে দুই পর্যটকের মরদেহ উদ্ধার

দ্বাদশ সংসদ নির্বাচন : প্রতি আসনে লড়বেন গড়ে ৬ প্রার্থী

গেজেট ডেস্ক

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশের ৩০০ সংসদীয় আসনে ১ হাজার ৮৯৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।  সেই হিসেবে গড়ে প্রতিটি আসনে ছয়জন করে লড়বেন।

রোববার (১৭ ডিসেম্বর) রাতে রাজধানীর আগারগাঁওস্থ নির্বাচন কমিশন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইসি সচিব জাহাংগীর আলম এ তথ্য জানান।

তিনি জানান, ২৭টি রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে ৩৪৭ জন তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। বর্তমানে নির্বাচনে বৈধ প্রার্থির সংখ্যা ১ হাজার ৮৯৬ জন।

জাহাংগীর আলম বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেছেন ২ হাজার ৭১৬ জন প্রার্থী। রিটার্নিং কর্মকর্তার যাচাই-বাচাইয়ে বাতিল হয়েছে ৭৩১ জনের প্রার্থিতা। নির্বাচন কমিশনে আপিল জমা পড়ে ৫৬০টি। এর মধ্যে মঞ্জুর হয়েছে ২৮৬ টি। নামঞ্জুর হয়েছে ২৭৪ টি।

তিনি আরও বলেন, আজ প্রত্যাহারের শেষ দিনে ৩৪৭টি প্রার্থিতা প্রত্যাহার হয়েছে। এ ছাড়া আরপিও ১৬ এর ২ অনুচ্ছেদ অনুযায়ী ৫টি স্থগিত রয়েছে।

এদিকে গণতন্ত্রী পার্টি নির্বাচন থেকে সরে যাওয়ায় এবারের নির্বাচনে ২৭টি নিবন্ধিত রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে বলেও জানান তিনি।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!