খুলনা, বাংলাদেশ | ১৪ কার্তিক, ১৪৩১ | ৩০ অক্টোবর, ২০২৪

Breaking News

  চট্টগ্রামে জুস কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট
  সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ গ্রেপ্তার

খুলনায় আট দিনব্যাপী বিএনসিসির প্রশিক্ষণ ক্যাম্প সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক

খুলনার ঐতিহ্যবাহী সরকারি দৌলতপুর মুহসিন মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আট দিনব্যাপী সম্পূর্ণ আবাসিক ব্যবস্থাপনায় ২১ বিএনসিসি (বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর) ব্যাটেলিয়ানের ব্যাটেলিয়ান ক্যাম্পিং’২৩ সফলভাবে সম্পন্ন হয়েছে।

গত ২৪ আগস্ট শুরু হওয়া এ ক্যাম্প সম্পন্ন হয়েছে ৩১ আগস্ট। খুলনা ও সাতক্ষীরা জেলার ২১টি শিক্ষা প্রতিষ্ঠানের (বিশ্ববিদ্যালয়, কলেজ ও হাই স্কুল) ২৪৫ জন শিক্ষার্থী ক্যাডেট এ প্রশিক্ষণে অংশ নেন। এর মধ্যে ১৪৪ জন ছেলে ক্যাডেট ও ৭১ জন মেয়ে সিনিয়র ক্যাডেট এবং ৩১ জন জুনিয়র ক্যাডেট রয়েছে।

ক্যাম্পে সার্বক্ষণিক উপস্থিত ছিলেন ক্যাম্প অধিনায়ক ক্যাপ্টেন মো. এছহাক আলী, বিএনসিসিও,ক্যাম্প এ্যাডজুটেন্ট ফ্লাইট লেফটেন্যান্ট সাদিব ফাইয়াজ মুন, উপ-অধিনায়ক লেফটেন্যান্ট মো. আনোয়ার হোসেন মৃধা, বিএনসিসিও, লেফটেন্যান্ট মো. রেজাউল করিম খান, বিএনসিসিও, লেফটেন্যান্ট শেখ মিজানুর রহমান, বিএনসিসিও, পিইউও মো. ফয়সাল আহমেদ, পিইউও সালাহ উদ্দিন ইউসুফ, মুহসিন স্কুলের প্রধান শিক্ষক ও টিইউও মো. শহিদুল ইসলাম জোয়ার্দ্দার, টিইউও মাহমুদুল হকসহ সামরিক ও বেসামরিক প্রশিক্ষকবৃন্দ এবং খুলনা ও সাতক্ষীরা জেলার বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় হতে আগত ২৪৫ জন প্রশিক্ষণার্থী ক্যাডেট।

এ ক্যাম্পে অংশগ্রহণকারী ক্যাডেটদের মাঝে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় দেশের দ্বিতীয় সারির প্রতিরক্ষা ব্যবস্থার অংশ হিসেবে প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক হিসেবে গড়ে তোলা, দায়িত্বশীল সুনাগরিক হিসেবে গড়ে তোলা এবং ভবিষ্যৎ নেতৃত্বের গুণাবলি বিকাশের লক্ষ্যে সামরিক ও বেসামরিক প্রশিক্ষণ যেমন পিটি, ড্রিল, মাইনর অপারেশন, টহল, ফাঁদ, হানা, ক্ষুদ্রান্ত্র ফায়ারিং, ভূমিকম্প ও অগ্নি নির্বাপনে জরুরি পরিস্থিতিতে করণীয়, ডেঙ্গু, অগ্নি দগ্ধ বা এসিডে পোড়া, যে কোন দুর্ঘটনা স্থল হতে উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা এবং ব্যক্তিগত পরিষ্কার ও সচেতনতা ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।

৩১ আগস্ট সকালে ক্যাডেটদের মাঝে সনদপত্র বিতরণের মধ্য দিয়ে ২১ বিএনসিসি ব্যাটেলিয়ানের ব্যাটি লিয়ান ক্যাম্পিং সম্পন্ন হয়। এ ক্যাম্পের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর সুন্দরবন রেজিমেন্ট খুলনার ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর পলাশ কুমার বিশ্বাস।

খুলনা ও সাতক্ষীরা জেলার ২১টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে সরকারি বিএল কলেজ খুলনার ৩৫ জন ক্যাডেট, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ খুলনার ১২ জন ক্যাডেট, খানজাহান আলী আদর্শ কলেজ খুলনার ৪ জন ক্যাডেট, সরকারি হাজী মুহাম্মদ মুহসিন কলেজ খুলনার ২০ জন ক্যাডেট, খুলনা সরকারি মহিলা কলেজের ১১ জন ক্যাডেট, সরকারি আযম খান কমার্স কলেজ খুলনার ২৫ জন ক্যাডেট, পাইওনিয়ার সরকারি মহিলা কলেজ খুলনার ৫ জন ক্যাডেট, সরকারি সুন্দরবন আদর্শ কলেজ খুলনার ১৫ জন ক্যাডেট, খুলনার জয়বাংলা সরকারি কলেজের ১০ জন ক্যাডেট, খুলনা পাবলিক কলেজের ১২ জন ক্যাডেট, সরকারি এমএম সিটি কলেজ খুলনার ১৫ জন ক্যাডেট, খুলনা বিশ্ববিদ্যালয়ের ২২ জন ক্যাডেট, সরোয়ার খান ডিগ্রি কলেজ খুলনার ১৩ জন ক্যাডেট, সাতক্ষীরা সরকারি কলেজের ১১ জন ক্যাডেট, আশাশুনী সরকারি কলেজের ৫ জন ক্যাডেট, ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ খুলনার ৫ জন ক্যাডেট, সরকারি দৌলতপুর মুহসিন হাইস্কুল খুলনার ১০ জন ক্যাডেট, বাবুলিয়া জেএস হাই স্কুল সাতক্ষীরার ৮ জন ক্যাডেট ও সাতক্ষীরা পাবলিক স্কুলের ৭ জন ক্যাডেট।

 

খুলনা গেজেট/এইচ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!