নগরীর দৌলতপুর মহেশ্বরপাশায় “জাগ্রত খুলনা” নামে একটি সেবামূলক সংগঠনের উদ্যোগে প্রাণঘাতি করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় ১২০ টি অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার ( ৩১ জুলাই) বিকাল ৪ টায় এলাকার দৌলতপুর আলিম মাদরাসার মাঠ প্রাঙ্গণে এসকল খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিজেএর চেয়ারম্যান ও দৌলতপুর থানা আ’লীগের সভাপতি শেখ সৈয়দ আলী, ১ নং ওয়ার্ড’র সাবেক কাউন্সিলর শাহাদাত হোসেন মিনা, ৩ নং ওয়ার্ড আ’লীগ সভাপতি আছিফুর রহমান আছিফ, সাঃ সম্পাদক মাকসুদ হাসান পিকু, আ’লীগ নেতা আজিজ হাসান অশ্রু, মুক্তিযোদ্ধা চান মিয়া হাওলাদার, আমিনুক হক টিঙ্কু, সংগঠনের পরিচালক নিরব হোসেন, মাসুম বিল্লাহ পলাশসহ সংগঠনের নেতৃবৃন্দ।
ত্রাণ সামগ্রী বিতরণ সম্পর্কে “জাগ্রত খুলনা” সংগঠনের পরিচালক মাসুম বিল্লাহ পলাশ বলেন, ‘প্রাণঘাতি করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। আমরা খাদ্য সামগ্রী বিতরণ ছাড়াও আরও অনেক কর্মসূচি হাতে নিয়েছি। পর্যায়ক্রমে সেসকল কার্যক্রম চলমান থাকবে।’
খুলনা গেজেট/এনএম