নগরীর দৌলতপুর থানা পুলিশ কর্তৃক একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান এবং দুইটি খয়েরি রংয়ের ১২ (বার) বোর কার্তুজসহ মোঃ বিপ্লব মীর (৩৫) কে আটক করা হয়েছে। বৃহস্পতিবার রাত পৌনে ১২ টার দিকে নগরীর দেয়ানা উত্তরপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মোঃ বিপ্লব মীর নগরীর খানজাহান আলী থানার গ্যারিশন এলাকার ০২ নং কলোনীর আজাদ মীরের ছেলে।
কেএমপি’র এক প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, দৌলতপুর থানা পুলিশের একটি চৌকস টিম কর্তৃক দেয়ানা উত্তরপাড়া হোসেনশাহ রোডের কবরস্থানের উত্তর পূর্ব কোনে সংযোগ সড়কের উপর হতে তালিকাভূক্ত অস্ত্রধারী সন্ত্রাসী মোঃ বিপ্লব মীরকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান এবং দুইটি খয়েরি রংয়ের ১২ (বার) বোর কার্তুজ উদ্ধার করা হয়। এ ব্যাপারে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে দৌলতপুর থানার মামলা নং-২০, তাং-২০/০৯/২৩ইং, ধারা-The Arms Act, 1878 19A রুজু করা হয়েছে।
খুলনা গেজেট/এনএম