খুলনা, বাংলাদেশ | ৭ মাঘ, ১৪৩১ | ২১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  দৈনিক ভোরের কাগজের প্রধান কার্যালয় বন্ধ ঘোষণা
  সাজাপ্রাপ্ত আসামিকে রাষ্ট্রপতির ক্ষমার ক্ষমতা চ্যালেঞ্জ করে রিট দায়ের

দেশে সাম্প্রদায়িক রাজনীতি বন্ধের আহ্বান জানালেন ড. দেবপ্রিয় ভট্টাচার্য

গেজেট ডেস্ক

বঙ্গবন্ধুর আদর্শের দেশে সাম্প্রদায়িক রাজনীতি বন্ধের আহ্বান জানিয়ে বিশিষ্ট নাগরিক ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, বর্তমানে দেশের হিন্দু সম্প্রদায়ের নারীরা নিরাপদ নয়।

শনিবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে আয়োজিত যুব কর্মশালায় তিনি এসব কথা বলেন। বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ এই কর্মশালার আয়োজন করে।

কর্মশালায় প্রশ্ন তুলে দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী দল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দল এবং সহযোগী বামপন্থিরা একসঙ্গে ১৫ বছর ক্ষমতায় থাকার পরও দেশ কেন এত সাম্প্রদায়িক হলো?

দেশের সংবিধানকেই ধর্মীয়করণ করা হয়েছে মন্তব্য করে তিনি বলেন, পঞ্চম সংশোধনীর মাধ্যমে সংবিধানের সাম্প্রদায়িকীকরণ হয়েছে। আর অষ্টম সংশোধনীতে রাষ্ট্রধর্ম এসেছে। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে বলা হয়েছে রাষ্ট্রধর্মও থাকবে এবং অন্য ধর্মগুলোও পালন করার সুযোগ থাকবে, যা সুকুমার রায়ের হাঁস ও শজারুর মিশ্রণে হওয়া ‘হাঁসজারু’ কবিতার মতো।

এ সময় আগামী সংসদ নির্বাচনকে কেন্দ্র করে হিন্দু সম্প্রদায়ের অধিকার আদায়ের জন্য ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

কর্মশালায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রাণা দাশগুপ্ত বলেন, ‘স্বাধীনতার ৫২ বছর পরে নিজেদের সংখ্যালঘু হিসেবে ভাবার জন্য মুক্তিযুদ্ধ করিনি। রাষ্ট্র, রাজনীতি, বিশেষ করে সংবিধান জনসংখ্যার হারে জাতিগত এবং ধর্মীয় সংখ্যালঘুদের রাষ্ট্রীয় সংখ্যালঘুতে পরিণত করেছে।’

সাম্প্রদায়িক হামলার বিষয়ে তিনি বলেন, গরিব হিন্দু সম্প্রদায়ের লোকজনের ফেসবুক আইডি ব্যবহার করে অপপ্রচার চালানো হয়। সেটাকে কেন্দ্র করে হিন্দুদের বাড়িঘরে হামলা করা হয়।

আসন্ন দুর্গাপূজার সময় কোনো রাজনৈতিক দলকে কর্মসূচি না দেওয়ার আহ্বান জানিয়ে রাণা দাশগুপ্ত বলেন, পূজার সময় রাজনৈতিক কর্মসূচি দেওয়া হলে ধরে নেওয়া হবে তারা ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের বন্ধু নন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রোবায়েত ফেরদৌস বলেন, সাম্প্রদায়িকতা ঠেকানো সম্ভব। ছোট ছোট হাতের সর্বোচ্চ ব্যবহার করেই রাষ্ট্রে সাম্প্রদায়িকতার দাবানল নেভাতে হবে।

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের সভাপতি জে এল ভৌমিকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সঞ্চিতা গুহ, মহানগর সর্বজনীন পূজা কমিটির সভাপতি মনীন্দ্র কুমার নাথ প্রমুখ।

বক্তব্য দিতে গিয়ে নানা প্রশ্ন তুলেন হিন্দু সম্প্রদায়ের এসব নেতারা। মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী দল সরকারে থাকার পরও দেশ কেন এত সাম্প্রদায়িক হলো এমন প্রশ্নও করেন তারা।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!