খুলনা, বাংলাদেশ | ১৪ পৌষ, ১৪৩১ | ২৯ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে এক জনের মৃত্যু, হাসপাতালে ১০৪
  বগুড়ায় ট্রাকচাপায় বাবা-মেয়েসহ নিহত ৩
  আগামী বিজয় দিবসের আগে জুলাই গণহত্যার বিচার সম্পন্ন করা হবে : আসিফ নজরুল

দেশে ফিরতে নিষেধ করা হলো সাকিবকে

গেজেট ডেস্ক

দেশের মাঠ থেকে টেস্টে বিদায় নিতে যুক্তরাষ্ট্র থেকে দুবাই এসেছিলেন সাকিব আল হাসান ৷ সেখান থেকে তাঁর আসার কথা ঢাকায় ৷ কিন্তু দুবাইয়ে অবস্থানকরার সময়ে তাঁকে এখনই ঢাকায় আসতে মানা করা হয়েছে, বিষয়টি নিশ্চিত করেছে সাকিব-ঘনিষ্ট সূত্র ৷

সাকিবের বৃহস্পতিবারে ঢাকায় আসার কথা থাকলেও শেষ মুহূর্তে জটিলতা সৃষ্টি হয়েছে৷ যে নিরাপত্তা নিয়ে এত আলোচনা, আবারও সেই নিরাপত্তার বিষয়টি সামনে এনে সাকিবকে দুবাই থেকে ঢাকায় আসতে অপেক্ষা করতে বলা হয়েছে ৷ এ ঘটনায় কাছের মানুষদের কাছে বেশ হতাশা প্রকাশ করেছেন সাকিব ৷ আপাতত তাঁর ফ্লাইট কাল বিকেলে বদল করা হয়েছে ৷ সেই ফ্লাইট নিয়েও এখনই শতভাগ নিশ্চয়তা দেওয়ার সুযোগ কম ৷

এর আগে জানা গিয়েছিল, সাকিব যে কদিন বাংলাদেশে থাকবেন, কড়া নিরাপত্তার বলয়েই তাঁকে থাকতে হবে ৷ কমান্ডো নিরাপত্তা দেওয়ার কথা সাকিবকে ৷ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্ট খেলে তারকা অলরাউন্ডারের ফিরে যাওয়ার কথা ২৫ অক্টোবর ৷

সাকিবকে দলে রেখেই কাল মিরপুর টেস্টের বাংলাদেশ দল ঘোষণা করেছে বিসিবি ৷ দেশের সবচেয়ে বড় ক্রিকেট তারকার জাঁকালো বিদায় নিয়ে নানা ধরনের পরিকল্পনা করছে বিসিবি ৷ এর মধ্যে সাকিবের আসা নিয়ে জটিলতা তৈরি হলো ৷

 

খুলনা গেজেট/এইচ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!