চুয়াডাঙ্গায় মৃদু শৈত্যপ্রবাহ চলছে। টানা দুদিন জেলায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে। নেই সূর্যের দেখা। ঘন কুয়াশার পাশাপাশি বইছে হিমেল বাতাসও।
কনকনে শীতে বিপর্যস্ত জনজীবন।বিশেষ করে খেটে খাওয়া মানুষদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
আবহাওয়া অফিস জানায়, শনিবার (৭ জানুয়ারি) সকাল ৯টায় ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে। শুক্রবার ছিল ৯ ডিগ্রি সেলসিয়াস। এ হিসেবে শূন্য দশমিক ৬ ডিগ্রি কমেছে শনিবারের তাপমাত্রা।