খুলনা, বাংলাদেশ | ২১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা মারা গেছেন
  গাজায় আরও ১৩৮ জনকে হত্যা করলো ইসরায়েল

দেশের মাথাপিছু আয় বেড়ে ২৮২৪ মার্কিন ডলার

গেজেট ডেস্ক

চলতি ২০২১-২২ অর্থবছরে (মার্চ পর্যন্ত) দেশের মানুষের মাথাপিছু আয় বেড়ে ২ হাজার ৮২৪ মার্কিন ডলারে দাঁড়িয়েছে। যা টাকার হিসাবে ২ লাখ ৪১ হাজার ৪৭০ টাকা। গত বছরে (২০২০-২১) এটি ছিল ২ হাজার ৫৯১ মার্কিন ডলার বা ২ লাখ ১৯ হাজার ৭৩৮ টাকা।

একই সময়ে চলতি অর্থবছরে প্রবৃদ্ধি হয়েছে ৭ দশমিক ২৫ শতাংশ। গত বছর যা ছিল ৬ দশমিক ৯৪ শতাংশ।

মঙ্গলবার (১০ মে) শেরে-বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

২০২০-২১ অর্থবছরের তুলনায় এ বছর (২০২১-২২) মানুষের মাথাপিছু আয় বেড়েছে ২১ হাজার ৭৩২ কোটি টাকা। মার্চ পর্যন্ত সাময়িক হিসাবে মাথাপিছু আয়-এর এই হিসাব প্রাক্কলন করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস।

পরিকল্পনামন্ত্রী বলেন, গত বছরের শেষে মানুষের মাথাপিছু আয় ছিল ২৫৯১ ডলার বা ২ লাখ ১৯ হাজার ৭৩৮ টাকা। এই অর্থবছর শেষে সেটি হবে ২৮২৪ ডলার বা ২ লাখ ৪১ হাজার ৪৭০ টাকা। এর আগের অর্থবছর ২০১৯-২০-এ মাথাপিছু আয় ছিল ২৩২৬ ডলার বা ১ লাখ ৯৭ হাজার ১৯৯ টাকা।

খুলনা গেজেট/ টি আই




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!