খুলনা, বাংলাদেশ | ১ মাঘ, ১৪৩১ | ১৫ জানুয়ারি, ২০২৫

Breaking News

  ফেনীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারী নিহত
  জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় দণ্ড থেকে খালাস পেলেন খালেদা জিয়া
  বাংলাদেশি আর্থিক কেলেঙ্কারিতে মন্ত্রীর পদ ছাড়লেন টিউলিপ

দেশের ফুটবলভক্তদের জন্য ৩০টি বিশেষ ফ্লাইট চালু করছে মরক্কো

ক্রীড়া ডেস্ক

প্রথমবার বিশ্বকাপের সেমি-ফাইনালে জায়গা করে নেওয়ায় খুশির জোয়ারে ভাসছে গোটা মরক্কো। ফ্রান্সের বিপক্ষে শেষ চারের ম্যাচ সামনে রেখে ভক্ত-সমর্থকদের মরক্কোর কাসাব্লাঙ্কা থেকে কাতারের দোহায় নিয়ে যাওয়ার জন্য ৩০টি বিশেষ ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছে রয়্যাল এয়ার মারোক।

আফ্রিকার দেশটির সরকারি ও সবচেয়ে বড় বিমান সংস্থাটি সোমবার জানায়, বিশেষ মূল্যছাড়ে এসব ফ্লাইট ছাড়বে মঙ্গল ও বুধবার।

কাতার বিশ্বকাপে স্বপ্নময় পথচলায় প্রথমবার কোয়ার্টার-ফাইনালে উঠেই ইতিহাস গড়ে মরক্কো। এরপর প্রথম আফ্রিকান দেশ হিসেবে তারা জায়গা করে নেয় শেষ চারে।

ফাইনালে ওঠার লড়াইয়ে আগামী বুধবার বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সের মুখোমুখি হবে মরক্কো। আল খোরের আল বাইত স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।

প্রিয় দলকে সমর্থন জোগাতে হাজার হাজার মরক্কান সমর্থক আগে থেকেই কাতারে আছেন। এবার তাদের সঙ্গে যোগ দেবেন বিশেষ ফ্লাইটে যাওয়া সমর্থকরা।

খুলনা গেজেট/ টি আই




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!