যুবলীগের নেতারা বলেছেন, যুবদল-ছাত্রদল-স্বেচ্ছাসেবক দল যে দেশ বিরোধীচক্র তা আবারো প্রমানিত হয়েছে চট্টগ্রামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ম্যুরাল ভাংচুরের মাধ্যমে। ওরা ২০০১-২০০৫ স্বাধীন বাংলাদেশে সাম্প্রদায়িকতার বিষ বাষ্প ছড়িয়ে জঙ্গিবাদ ও সন্ত্রাসের রাজত্য কায়েম করেছিল। ওরাই ২০১৩ সালে অগ্নিসন্ত্রাস, ভাংচুর লুণ্ঠন করে দেশের মানুষের জীবন নিয়েছে। এখন ওরা জাতীয় নির্বাচনকে সামনে রেখে আবারো ওরা সন্ত্রাসী কর্মকান্ড শুরু করেছে। দেশ বিরোধী এই অপশক্তিদের রুখে দাঁড়াতে হবে। ঐক্যবদ্ধভাবে বিএনপি জামায়াত ও তাদের দোসরদের প্রতিহত করা হবে।
শুক্রবার বিকাল ৫ টায় নগরীর শঙ্খ মার্কেটেস্থ দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তারা এসব কথা বলেন। প্রতিবাদ সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। খুলনা মহাগর যুবলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।
নগর যুবলীগের সভাপতি সফিকুর রহমান পলাশের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, খুলনা মহানগর যুবলীগের সদস্য এ্যাডঃ আল আমীন উকিল, মোঃ আবুল হোসেন, অভিজিৎ চক্রবর্তী দেবু, কবীর পাঠান, জুয়েল হাসান দিপু, মহিদুল ইসলাম মিলন, মশিউর রহমান সুমন, কে এম শাহিন হাসান, রাশেদুজ্জামান রিপন, আব্দুল্লাহ আল মামুন মিলন, মোঃ ডলার, বাচ্চু মোড়ল, রিপন কবীর, সবুজ হাজরা, অভিজিৎ পাল, শওকত হাসান, ইলিয়াস হোসেন লাবু, আরিফুল ইসলাম আরিফ, আসাদুজ্জামান শাহিন, এজাজ আহম্মেদ, অলক শীল, জামিল আহমেদ সোহাগ, মহিদুল হক শান্ত, লাবু আহমেদ, মোঃ রিপন, ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান বাবু, জহির আব্বাস, হিরন হাওলাদার, জনি বসু, সাগর মজুমদার, মোঃ বনি, শেখ মাহফুজ হাসান, সুজল ঘোষ, মিজান প্রমুখ।
খুলনা গেজেট/এমএম