খুলনা, বাংলাদেশ | ২৯ কার্তিক, ১৪৩১ | ১৪ নভেম্বর, ২০২৪

Breaking News

  চার উপদেষ্টার আশ্বাসে ভোর ৪টায় হাসপাতালে ফিরলেন আহতরা

দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে মানুষের সেবা করতে হবে : প্রধানমন্ত্রী

গেজেট ডেস্ক

দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে মানুষের জন্য কাজ করতে সেনাবাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে আজ রোববার সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কোর্স-২০২০ এবং আর্মড ফোর্সেস ওয়ার কোর্স-২০২০-এর গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে অংশ নিয়ে এ আহ্বান জানান প্রধানমন্ত্রী।

এ সময় দেশের উন্নয়ন-অগ্রগতিতে সরকারের উদ্যোগ ও সশস্ত্র বাহিনীর অবদান তুলে ধরে শেখ হাসিনার বলেন, ‘যেকোনো দুর্যোগে সবসময়ই পাশে থেকেছে এ বাহিনীর সদস্যেরা।’

প্রধানমন্ত্রী আরো বলেন, ‘আমাদের সব প্রচেষ্টা ছিল বাংলাদেশকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যাওয়া। বিশ্ব দরবারে যেন বাঙালি জাতি মাথা উঁচু করে চলতে পারে, সে লক্ষ্য নিয়েই সরকার কাজ করে যাচ্ছে।’

শেখ হাসিনা আরো বলেন, ‘দীর্ঘ প্রচেষ্টার ফলে আজ এটুকু বলতে পারি, আমরা উন্নয়নের পথে অগ্রযাত্রা শুরু করেছি, যদিও কোভিড-১৯-এর কারণে কিছুটা বাধাগ্রস্ত হয়েছি। তারপরও বাংলাদেশ আজ সারা বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল হিসেবে তার আপন স্থান করে নিতে সক্ষম হয়েছে। বাংলাদেশ এখন বিশ্বে মর্যাদা নিয়ে চলে।’

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!