খুলনা, বাংলাদেশ | ২৯ পৌষ, ১৪৩১ | ১৩ জানুয়ারি, ২০২৫

Breaking News

  স্প্যানিশ সুপার কাপ : রিয়ালকে হারিয়ে চ্যাম্পিয়ন বার্সা

দেশপ্রেমিক নাগরিক গড়ার জন্য শিক্ষকদের দায়িত্ব পালন করতে হবে: সেখ জুয়েল

নিজস্ব প্রতিবেদক

নগরীর ১৮ নম্বর ওয়ার্ডের পল্লীমঙ্গল উচ্চ বালিকা বিদ্যালয়ে প্রায় ৪ কোটি ১৫ লাখ টাকা ব্যায়ে ৬ তলা সেখ জুয়েল একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে ভবনটির শুভ উদ্বোধন করেন খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মল্লিক আবিদ হোসেন কবির।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় সেখ জুয়েল এমপি বলেন, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে ডিজিটাল পদ্ধতির আওতায় আনয়ন, ডিজিটাল পদ্ধতিতে পাঠদান করা, দশম শ্রেণি পর্যন্ত বিনামূল্যে পাঠ্যবই বিতরণ, শিক্ষা সহায়ক উপবৃত্তি প্রদানসহ শিক্ষাবান্ধব কাজ করছে বর্তমান সরকার। বিদ্যুৎঘাটতি নিরসন, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনসহ সর্বক্ষেত্রে বাংলাদেশ মডেল দেশ। নিম্ন মধ্য আয়ের বাংলাদেশ অচিরেই মধ্য আয়ের দেশে পরিণত হবে।

তিনি বলেন, সৎ, চরিত্রবান, আদর্শ, দেশপ্রেমিক নাগরিক গড়ার জন্য শিক্ষকদের দায়িত্ব পালন করতে হবে। শিক্ষার্থীরা প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নীতি নৈতিকতা ও মূল্যবোধ সম্পন্ন সুনাগরিক হিসেবে গড়ে উঠলে দেশ জাতির উন্নয়ন ও সমৃদ্ধি হবে। তিনি বিদ্যালয়ের মাঠ ভরাট করা, সীমানা প্রচীর নির্মাণ ও ভবনের গ্রিলের কাজ অচিরেই করা হবে বলেও জানান।

এসময়ে উপস্থিত ছিলেন, কাউন্সিলর আলী আকবর টিপু, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মাহমুদা বেগম, নগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এম এ নাসিম, ১৮নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি শেখ জাহিদ হোসেন, ২০নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি চ.ম. মুজিবুর রহমান, মহানগর কৃষক লীগের সদস্য সচিব অধ্যা. এবিএম আদেল মুকুল, ১৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুন্সি মো. মোত্তালিব মিয়া, কাউন্সিলর রাজুল হাসান রাজু, কাউন্সিলর জাকির হোসেন বিপ্লব, কাউন্সিলর রোজী ইসলাম নদী প্রমূখ।

খুলনা গেজেট /এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!