মাতৃত্বের স্বাদ গ্রহণ করেছেন এইচ এস সি পরীক্ষার্থী মিম খাতুন ও সোমা খাতুন। রোববার সারা শুরু হওয়া এইচ এস সি পরীক্ষা শুরু হয়। অন্যান্য শিক্ষার্থীদের মতো তারাও পরীক্ষায় অংশ নেয়। তবে তারা দু’জনই ১০ দিন ও ৮ মাস বয়সী দুধের শিশুদের বাইরে রেখে পরীক্ষায় অংশ গ্রহণ করেন। রোববার ডুমুরিয়ার চুকনগর ডিগ্রি কলেজের বাইরে অপেক্ষামান আত্মীয়দের কোলে এ দুটি শিশুকে দেখা যায়।
ডুমুরিয়া কলেজের শিক্ষার্থী মিম খাতুন। ২০২০ সালের ২০ নভেম্বর তার বিয়ে হয়েছে। এরই মাঝে তার কোল জুড়ে আসে একটি সন্তান। তার বয়স হয়েছে ১০ দিন। পরীক্ষা সমাগত তাকে অংশ গ্রহণ করতে হবে। তাই মায়ের কাছে সন্তানকে রেখে পরীক্ষা কেন্দ্রে গেছেন তিনি। স্বামী গুটুদিয়া ইউনিয়নের বাসিন্দা। একটি কোম্পানীতে চাকরী করেন।
একই কলেজের মূল ফটকের অপর প্রান্তে দাঁড়িয়ে থাকতে দেখা যায় অপর এক নারীকে। নাম বলতে তিনি অপারগতা জনান। তার কাছে গিয়ে দেখা যায় ৮ মাস বয়সী শিশুকে নিয়ে অপেক্ষা করছেন। জানতে চাইলে তিনি বলেন, চুকনগর মহিলা কলেজের শিক্ষার্থী সোমা খাতুন তার বোন। এবার এইচ এস সি পরীক্ষায় সে অংশ গ্রহণ করছেন। ছোট বাচ্চা রেখে কিভাবে অংশ নিবেন তাই তাকে নিয়ে এখানে অপেক্ষা করা। তিনি জানান, সোমা খাতুনের বিয়ে হয়েছে ২০২০ সালে।
খুলনা গেজেট/এসজেড