খুলনা, বাংলাদেশ | ১১ ফাল্গুন, ১৪৩১ | ২৪ ফেব্রুয়ারি, ২০২৫

Breaking News

  রাঙামাটির পর্যটনকেন্দ্র সাজেকে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও স্থানীয়রা
  কক্সবাজারে বিমান বাহিনী ঘাঁটিতে দুর্বৃত্তদের অতর্কিত হামলা
  এস কে সুর চৌধুরীর স্ত্রী ও মেয়ের জামিন স্থগিত করেছেন আপিল বিভাগ
  রাজধানীতে ছাত্রী হোস্টেল থেকে ঢাবি ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  চ্যানেল ওয়ান সম্প্রচারে বাধা নেই : আপিল বিভাগ

আমলানির্ভরতা কমিয়ে দুদককে শক্তিশালী করতে ৪৭ সুপারিশ

গেজেট ডেস্ক

সরকারি কর্মজীবীদের গ্রেপ্তারে অনুমতি নিতে হবে না কর্তৃপক্ষের। সেই সঙ্গে দুদকে কমবে আমলা নির্ভরতা। এমন ৪৭ দফা প্রস্তাবনা তৈরি করেছে, দুদক সংস্কার কমিশন। বুধবার (১৫ জানুয়ারি) তা তুলে দেয়া হবে প্রধান উপদেষ্টার কাছে।

দুর্নীতি দমন ব্যুরো থেকে ২০০৪ সালে গঠন করা দুর্নীতি দমন কমিশন। দুর্নীতির বিরুদ্ধে কমিশন গঠনে রাষ্ট্রের এই উদ্যোগ সেসময় প্রশংসিত হয়।তবে দীর্ঘ এই সময়ে দুর্নীতি নিয়ন্ত্রণে খুব একটা কার্যকর ভূমিকা রাখতে পারেনি সংস্থাটি। উল্টো রাজনৈতিক সরকারের আজ্ঞাবহ হয়ে ভূমিকা রেখেছে বেশি।

৫ আগস্টের পর রাষ্ট্রের সংস্কার কর্মসূচীর অংশ হিসেবে দুদক সংস্কার কমিশন গঠন করে সরকার। কমিশনের প্রধান ড. ইফতেখারুজ্জামান গণমাধ্যমকে বলেন, দুদক সংস্কারে ৪৭টি প্রস্তাবনা দেয়া হবে সরকারকে। যেখানে মোটা দাগে প্রতিষ্ঠান হিসেবে জনগণের কাছে দুদকের দায়বদ্ধ নিশ্চিত করা হবে।

সরকারি কর্মকর্তাদের গ্রেপ্তারে পূর্ব অনুমতি নেয়ার বিধানও বাতিল হচ্ছে, দুদকের অভ্যন্তরে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের দেয়া পদায়নে আসবে নিয়ন্ত্রণ।

ড. ইফতেখারুজ্জামান জানান, বর্তমান বাস্তবতায় সাবেক আমলাদের নিয়ে দুর্নীতির অনুসন্ধান দূরহ, সেখানে অভিজ্ঞদের সঙ্গে তরুণদেরও নিতে হবে।

দুদক কর্মকর্তদের পরিচয়গত দিক থেকে যে আইনী স্বীকৃতি সেখানেও পরিবর্তন আসবে। একচ্ছত্র ক্ষমতা যে প্রতিষ্ঠানের রিপোর্ট শুধু রাষ্ট্রপতির কাছে না, দায়বদ্ধ থাকবে জনগণের কাছে। এমন ৪৭ দফা প্রস্তাবনা গেল ৩ মাসে তৈরি করা হয়েছে ৫ সদস্যের এই কমিটি থেকে।

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!