দীর্ঘ দুই দশক পর ২২ মে দিঘলিয়া উপজেলার সেনহাটি এবং চন্দনীমহল সাংগঠনিক ইউনিয়ন যুবলীগের ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্মেলনকে কেন্দ্র করে ইতিমধ্যে নেতাকর্মীদের মধ্যে প্রাণ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। দুই সাংগঠনিক ইউনিয়নে ১৪ জন নেতৃত্ব প্রত্যাশীর নাম শোনা যাচ্ছে। নেতৃত্ব প্রত্যাশীরা দৌড়ঝাঁপ শুরু করেছে। চেষ্টা করছে তাদের অনুগত নেতাদের আশীর্বাদ লাভের।
সংগঠনের একটি সূত্রে জানায়, সেনহাটী ইউনিয়ন যুবলীগের সভাপতি সাধারণ সম্পাদক হতে আগ্রহী ১০ জনের নাম শোনা যাচ্ছে। তারা হলেনঃ সচিব শেখ দাউদ হোসেন (বর্তমান কমিটির সদস্য সচিব), মোঃ আশরাফুল ইসলাম, মোঃ সবুজ হোসেন, সাদ্দাম হোসেন, আবু সুফিয়ান, ইমরান হোসেন, খলিলুর রহমান, আমির হোসেন, রুবেল হোসেন, সোহেল আরমান। চন্দনীমহল সাংগঠনিক ইউনিয়নে সভাপতি সাধারণ সম্পাদক হিসেবে নেতৃত্ব প্রত্যাশী ৪ জনের নাম আলোচিত হচ্ছে। তারা হলেনঃ ইমরান গাজী, মাসুম শেখ, বুলবুল কবির, মোল্লা মিরাজ হোসেন।
দীর্ঘদিন সম্মেলন অনুষ্ঠিত না হওয়ার কারণে ইউনিয়ন পর্যায়ে যুবলীগের যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়নি। উপজেলাধীন ৫ টি সাংগঠনিক ইউনিয়নের মধ্যে ইতিমধ্যে সম্মেলনের মাধ্যমে দিঘলিয়া সদর, বারাকপুর এবং গাজীরহাট ইউনিয়ন শাখার কমিটি হয়েছে।
সংগঠনের উপর মূলদলের নেতাদের প্রভাব, আভ্যন্তরীণ কোন্দল, দলের বিদ্রোহী অংশের প্রভাব এবং সংঠনের চেইন অব কমান্ড না থাকার কারণে অনেক ক্ষেত্রে অযোগ্য এবং বিতর্কিতরা নেতৃত্বে চলে আসছে বলে সংগঠনের দায়িত্বশীল কয়েকজন নেতা জানান।
২২ মে সেনহাটী মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে বেলা ৩ টায় অনুষ্ঠিতব্য এ সম্মেলনে প্রাধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী। প্রধান বক্তা হিসেবে থাকবেন খুলনা জেলা আ. লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান জামাল।
বিশেষ অতিথী হিসেবে উপস্থিত থাকবেন উপজেলা আ. লীগের সভাপতি খান নজরুল ইসলাম, জেলা আঃলীগের দপ্তর সম্পাদক এম এ রিয়াজ কচি, উপজেলা আ. লীগের সাধারণ সম্পাদক মোল্যা আকরাম হোসেন, জেলা আ. লীগের সদস্য ফারহানা হালিম।
সম্মেলন উদ্বোধন করবেন উপজেলা যুবলীগের সভাপতি শেখ মনিরুল ইসলাম। সভাপতিত্ব করবেন সেনহাটী ইউনিয়ন যুবলীগের আহবায়ক মোঃ শরীফুল ইসলাম।