গাজীপুর মহানগরীর টঙ্গীর মাজার বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। শনিবার (২৭ নভেম্বর) ভোররাত ৩টা ৫৫ মিনিটের দিকে সেনাকল্যাণ ভবনের পাশে অবস্থিত মাজার বস্তিতে এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগীয় উপ-পরিচালক দিনমনি শর্মা জানান, রাত ৩টা ৫৫ মিনিটে টঙ্গীর মাজার বস্তিতে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট সেখানে পৌঁছে কাজ শুরু করে। তাদের এক ঘণ্টা ৫৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে কোনো হতাহত না থাকলেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানান।
এ ব্যাপারে বস্তিবাসী এবং স্থানীয়রা জানিয়েছেন, আগুনে প্রায় হাজারখানেক ঘর পুড়ে গেছে।
খুলনা গেজেট/ টি আই