খুলনা, বাংলাদেশ | ১৫ অগ্রহায়ণ, ১৪৩১ | ৩০ নভেম্বর, ২০২৪

Breaking News

  রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
  আইনের শাসন নিশ্চিতে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ আলাদা করতে হবে : প্রধান বিচারপতি
  ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে অজ্ঞাত তরুণীকে গুলি করে হত্যা
  চট্টগ্রামে আইনজীবি আলিফ হত্যা : ৩১ জনের নামে মামলা দায়ের
  দশ দিনের সফরে স্ত্রীসহ লন্ডন গেলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

দুই উইকেট বাংলাদেশের, দেড়শ’র পথে আয়ারল্যান্ড

ক্রীড়া প্রতিবেদক

তৃতীয় উইকেট জুটিতে দারুণ এক জুটি গড়েছিলেন অ্যামি হান্টার ও ওরলা প্রেন্ডারগাস্ট। দুজনের ব্যাটে বড় সংগ্রহের পথেই ছিল আয়ারল্যান্ড। হান্টার তুলে নিয়েছিলেন ফিফটিও। তবে এই জুটি দীর্ঘ হতে দেননি রাবেয়া আক্তার। দারুণ এক থ্রোতে রানআউট করেন ৩৭ রান করা প্রেন্ডারগাস্টকে।

এরপর অবশ্য বেশি দূর যেতে পারেননি হান্টারও। খানিক বাদেই তাকেও লেগ বিফোরের ফাঁদে ফেলে বিদায় করেন স্বর্ণা আক্তার। আউটের আগে ৮৮ বলে ৬৮ রান করেন হান্টার। দ্রুত দুই উইকেট তুলে নিয়ে আইরিশদের রানের লাগাম টেনে ধরেছে বাংলাদেশ।

পঞ্চম উইকেট জুটিতে ব্যাট করছেন লাউরা ডেলানি ও লেহ পল। দেড়শর দিকে আগাচ্ছে আয়ারল্যান্ডও। তাদের সংগ্রহ ৪১ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৪২ রান।

দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল। ব্যাট করতে নেমে দারুণ খেলছে তারা। ধীরে ধীরে এগোচ্ছে আইরিশরা। ২ উইকেট হারালেও রানের গতি অব্যাহত রেখেছে তারা।

ব্যাট করতে নেমে অবশ্য শুরুতে বাংলাদেশের বোলিংয়ের সামনে রান তুলতে একটু বেগ পেতে হয় তাদেরকে। এই সুযোগে উইকেট তুলে নেয় নিগার সুলতানা জ্যোতির দল। চতুর্থ ওভারের চতুর্থ বলে গ্যাবি লুইসকে ফেরান সুলতানা খাতুন। ১২ বলে ২ রান করা গ্যাবির ক্যাচ নেন সোবহানা মোস্তারি।

এরপর দারুণ এক জুটি গড়েছিলেন সারাজ ফোর্বস ও অ্যামি হান্টার। দুজন মিলে রানের চাকা সচল রেখে দলকে এগিয়ে নিচ্ছিলেন। বাংলাদেশের বোলিং সামলে দেখেশুনে খেলছিলেন। দলীয় ৩৫ রানের মাথায় ফোর্বসকে (১৩) লেগ বিফোরের ফাঁদে ফেলে বিদায় করেন নাহিদা আক্তার।

তৃতীয় উইকেটে জুটি বেঁধে দলকে এগিয়ে নিচ্ছেন হান্টার ও ওরলা প্রেন্ডারগাস্ট। ইতোমধ্যে দলীয় ফিফটি পার করেছে আইরিশরা। ২১ ওভার শেষে তাদের রান ২ উইকেটে ৬৪।

আয়ারল্যান্ড নারী দলের বিপক্ষে প্রথম ম্যাচে বড় ব্যবধানের জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে এগিয়ে বাংলাদেশ। জয়ের সুবাস নিয়েই দ্বিতীয় ম্যাচে আইরিশদের মুখোমুখি নিগার সুলতানা জ্যোতির দল। এই ম্যাচ জিতলেই সিরিজ বাংলাদেশের।

শনিবার (৩০ নভেম্বর) সিরিজ নিশ্চিতের ম্যাচে টস হেরে আগে বোলিং করবে বাংলাদেশ। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলাটি শুরু হবে সকাল ১০টায়।

প্রথম ম্যাচ জয়ের পর দ্বিতীয় ম্যাচে ফুরফুরে মেজাজেই মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচের একাদশে কোনো পরিবর্তন আনেনি টাইগ্রেসরা। আগের ম্যাচের জয়ী একাদশেই মাঠে নামছে তারা।

এই সিরিজটি মেয়েদের জন্য গুরুত্বপূর্ণ। আগামী বছরের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার আশা বাঁচিয়ে রাখতে হলে আইসিসি উইমেন্স চ‌্যাম্পিয়নশিপে সেরা ছয়ে থাকতে হবে বাংলাদেশকে। এজন্য দ্বিপাক্ষিক সিরিজে জয় খুব জরুরী। তাই বাংলাদেশও চাইছে সবকটি ম্যাচ জিতে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে।

আগামী বছরের সেপ্টেম্বর-অক্টোবরে ভারতে হবে নারী ওয়ানডে বিশ্বকাপের ত্রয়োদশ আসর। আট দলের আসরে সরাসরি জায়গা পাবে ছয় দল। স্বাগতিক ভারতের সঙ্গে আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশিপের অন্য শীর্ষ পাঁচ দল সরাসরি পৌঁছে যাবে বিশ্বকাপে। বাকি দুই দল নির্ধারিত হবে বাছাইপর্ব থেকে।

উইমেন্স চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ এখন ৯ নম্বরে আছে ১৩ পয়েন্ট নিয়ে। সিরিজ বাকি আছে আর দুটি। পরের সিরিজটি আগামী জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের মাঠে। কাজটা তাই ভীষণ কঠিন। এজন্য আয়ারল্যান্ডের বিপক্ষে ভালোভাবে সিরিজটি শেষ করতে চান জ্যোতি।

বাংলাদেশ একাদশ : নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার, ফারজানা হক পিংকি, মুর্শিদা খাতুন, শারমিন আক্তার, ফাহিমা খাতুন, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রাবেয়া, সুলতানা খাতুন, মারুফা আক্তার।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!