দুই দিনের সফরে আজ শুক্রবার (১১ অক্টোবর) সাতক্ষীরায় আসছেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ত্যাগের পর অন্তর্বর্তীকালীন সরকারের কোন উপদেষ্টা এই প্রথম সাতক্ষীরায় আসছেন।
সাতক্ষীরা জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম টুটুল জানান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এর এটি একটি সরকারি সফর। উপদেষ্টার একান্ত সচিব, সহকারী একান্ত সচিব, ব্যক্তিগত কর্মকর্তা, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং সচিব (যুগ্মসচিব), জাতীয় ক্রীড়া পরিষদ ও চেয়ারম্যানের একান্ত সচিব, জাতীয় ক্রীড়া পরিষদ তাঁর সফরসঙ্গী হবেন।
সফরসূচী অনুযায়ী যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বেলা ২টার সময় সাতক্ষীরা জেলার উদ্দেশ্যে ঢাকা হেয়ায় রোডস্থ সরকারি বাসভবন ত্যাগ করবেন। সন্ধ্যা ৬টায় তিনি সাতক্ষীরা সার্কিট হাউসে অবস্থান করবেন। রাত ৮টা থেকে ৯টা পর্যন্ত সাতক্ষীরা জেলাস্থ যুব উন্নয়ন অধিদপ্তর ও জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাদের সাথে মতবিনিময় করবেন। রাত ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত সাতক্ষীরা জেলাস্থ বিভিন্ন পুজামন্ডপ পরিদর্শন ও সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় করবেন।
এরপর শনিবার (১২ অক্টোবর) সাতক্ষীরা জেলাস্থ বিভিন্ন উপজেলার পূজামন্ডপ পরিদর্শন ও সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় করবেন। এদিন বিকালে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ঢাকার উদ্দেশ্যে সাতক্ষীরা ত্যাগ করবেন।
খুলনা গেজেট/এনএম