খুলনা, বাংলাদেশ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  নগরীর জিরোপয়েন্টে ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের ২৫ নেতাকর্মী গ্রেপ্তার
  নতুন রাজনৈতিক দল নিবন্ধনের সময় বাড়ল ২২ জুন পর্যন্ত

দীর্ঘ অপেক্ষার অবসান

বিনোদন ডেস্ক

মিথিলা এখন কলকাতার বউ। তবে জন্মস্থান বাংলাদেশ হওয়ায় মাঝে মধ্যেই বিপদে পড়তে হচ্ছে তাকে। দুই দেশের মধ্যে বড় বাধা হচ্ছে সীমান্ত। করোনার এই সময়ে তা হাড়েহাড়ে উপলব্ধি করেছেন এই তারকা দম্পত্তি। এবার সেই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটলো।

ভালোবাসার টানে দেশের সীমানা অতিক্রম করে ভারতে ছুটে গেলেন মডেল-অভিনেত্রী মিথিলা। ১৫ আগস্ট কলকাতায় গিয়ে সৃজিত মুখার্জির দেখা পেলেন জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াথ রশীদ মিথিলা।

সৃজিত মুখার্জি তার ভেরিফায়েড ফেসবুক পেজে বেশ কিছু ছবি পোস্ট করে এই তথ্য জানান।

ক্যাপশনে এই পরিচালক লিখেছেন- ১৯৪৭ সালে ঘৃণার কারণে মানুষ সীমান্ত পেরিয়ে গিয়েছিল। ২০২০ সালের ১৫ আগস্ট ভালোবাসার দুজন মানুষ ফের সীমানা পার হলেন।

ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে- পেট্রাপোল সীমান্ত হয়ে ভারতে গিয়েছেন মিথিলা। তার সঙ্গে রয়েছেন কন্যা আইরা। যাবতীয় নিয়ম মেনেই তারা সীমানা পার হন। ভারতের সীমানায় অপেক্ষা করছিলেন সৃজিত। এর পর প্রিয় মানুষদের সঙ্গে নিয়ে বাড়ি ফেরেন সৃজিত।

উল্লেখ্য, ভারতীয় বাংলা সিনেমার গুণী নির্মাতা সৃজিত মুখার্জি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে রাফিয়াথ রশীদ মিথিলার সঙ্গে পরিচয় হয় তার। এর পর মনের লেনাদেনা। এ জুটির সম্পর্ক নিয়ে জল ঘোলা কম হয়নি। সব জল্পনার অবসান ঘটিয়ে গত ৬ ডিসেম্বর রেজিস্ট্রি বিয়ে করেন তারা। কলকাতায় সৃজিতের ফ্ল্যাটে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিয়েতে সৃজিত-মিথিলার পরিবারের ঘনিষ্ঠজনরা উপস্থিত ছিলেন।

 

খুলনা গেজেট / এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!