খুলনা, বাংলাদেশ | ২৮ পৌষ, ১৪৩১ | ১২ জানুয়ারি, ২০২৫

Breaking News

  দুবাই পালানোর সময় মানবপাচারকারী রনি চট্টগ্রাম বিমানবন্দর থেকে গ্রেপ্তার
  ছাত্র-জনতার ওপর গুলি চালানো কনস্টেবল সুজনকে ট্রাইবুনালে নেয়া হয়েছে

দিল্লির কাছে পাত্তাই পেল না কলকাতা

ক্রীড়া প্রতিবেদক

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) গতবারের রানারআপ দিল্লি ক্যাপিটালসের কাছে বড় ব্যবধানে হেরেছে কলকাতা নাইট রাইডার্স। ঋষভ পন্থদের কাছে ৭ উইকেটে হেরেছে সাকিববিহীন কলকাতা।

বৃহস্পতিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ১৫৫ রানের টার্গেট তাড়া করতে নেমে শুরু থেকেই ঝড়ো ব্যাটিং করেন দিল্লির ব্যাটসম্যানরা। প্রথম ওভারেই ৬ চারে ২৫ রান নেন পৃথ্বী শ। ৪১ বলে ৮২ রানের ইনিংস খেলেন পৃথ্বী।

অপর ওপেনার শিখর ধাওয়ানের ব্যাট থেকে আসে ৪৬ রান। ১৬ দশমিক ৩ বলেই নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যায় দিল্লি। কলকাতার অস্ট্রেলিয়ান পেসার প্যাট কামিন্সই তিনটি উইকেট দখল করেন।

এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৫৪ রান তোলে কলকাতা। ক্যারিবীয় অলরাউন্ডার আন্দ্রে রাসেল ২৭ বলে অপরাজিত ৪৫ রানের ইনিংস খেলেন। এছাড়া ওপেনার শুভমন গিল করেন ৪৩ রান। রানের খাতা খুলতে পারেননি অধিনায়ক মরগান ও সুনীল নারিন।

দিল্লির পক্ষে অক্ষর প্যাটেল ও ললিত যাদব দুটি করে উইকেট লাভ করেন। আগের তিন ম্যাচের মতো এ ম্যাচেও একাদশের বাইরে রাখা হয় সাকিব আল হাসানকে।

খুলনা গেজেট/কেএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!