আজ বৃহস্পতিবার সকাল থেকে খুলনা জেলা অভ্যন্তরে দুটি রুটে গণপরিবহন চলাচল শুরু হয়েছে। দিনের শুরুতে একটি গাড়ি ১০ জন যাত্রী নিয়ে গন্তব্যে রওনা হয়। তবে টাইম সিডিউলের বালাই নেই। সকাল ৬ থেকে বেলা ১ টা পর্যন্ত ২২ টি গাড়ি সোনাডাঙ্গ টার্মিনাল ছেড়েছে। ১০০ মিনিবাস যাত্রীর অপেক্ষায় টার্মিনালে অপেক্ষা করছিল। এরপর থেকে অবশ্য পরিবহণে যাত্রীর সংখ্যাও বাড়তে থাকে। স্বাস্থ্যবিধি মেনেই যাত্রী নিয়ে পরিবহন চলাচল করছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
খুলনা থেকে সুভাষিনী, খুলনা থেকে পাইগাছা রুটে বাস চলাচল শুরু হয়েছে সকাল থেকে। সকাল থেকে বেলা ১ টা পর্যন্ত ২২ টি মিনিবাস খুলনা টার্মিনাল ত্যাগ করেছে। সুভাষিনী পর্যন্ত ভাড়া ১০০ টাকা আর পাইকগাছা পর্যন্ত ১৫০ টাকা। ৪২ সিটের গাড়িতে ১০ জন যাত্রী নিয়ে ছুটেছে গন্তব্যের উদ্দেশ্যে। কখন পৌঁছাবে তা চালক জানে না। গণপরিবহন চলাচল সন্ধ্যা ৬ টা পর্যন্ত। বাস ছাড়ার নির্দিষ্ট সময়সূচি না থাকায় ১০০ টি মিনিবাসের ৩০০ চালক ও শ্রমিক অলস সময় কাটাচ্ছেন টার্মিনালে। গত ৪ এপ্রিল থেকে চালক-শ্রমিকরা বেকার জীবন কাটাচ্ছে।
বাস মিনিবাস কোচ মালিক সমিতির কার্যকরি সভাপতি আবুল কালাম আজাদ জানান, একটি বাসে ১০ জন যাত্রী হওয়ায় মালিকদের লোকসান গুণতে হচ্ছে। ১৫ মিনিট পরপর বাস ছাড়ার নিয়ম থাকলেও ক্ষেত্রবিশেষ টার্মিনাল ত্যাগ করতে ২ ঘন্টা সময় লাগছে।
খুলনা গেজেট/কেএম