আমি জেনে অত্যন্ত খুশি যে খুলনার শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল ‘খুলনা গেজেট’ ১৩ জুলাই ২য় বর্ষে পদার্পণ করলো। আমার মনে হচ্ছে এই তো সেদিন যে দিন ওয়েব ইথারে প্রথম ভেসে উঠল খুলনা গেজেটের নাম। দেখতে দেখতে পার হয়ে গেল একটি বছর। এই অল্প সময়ের মধ্যেই খুলনা গেজেট লক্ষাধিক পাঠকের অন্তরে জায়গা করে নিয়েছে। খুলনার বেশ কয়েকজন ভালমানের সাংবাদিক ও লেখক নিয়মিত খুলনা গেজেটে লিখছেন। এছাড়া পার্শ্ববর্তী দেশ ভারত থেকেও চার-পাঁচ ভাল মানের সাংবাদিক ও লেখক খুলনা গেজেটে লিখতে দেখছি। কলকাতার একজন সাংবাদিকের জ্ঞানতাপস ড. মুহাম্মদ শহীদুল্লাহর উপর একটি লেখা ভারতের বাংলা কমিউনিটিতে বেশ ভাইরাল হয়েছে বলে জানতে পেরেছি। এটা প্রমাণ করে যে, দেশ পেরিয়ে বিদেশের মিডিয়া জগতেও খুলনা গেজেট ধীরে ধীরে পরিচিত হয়ে উঠছে।
‘সবার আগে সঠিক সংবাদ’ এই মন্ত্রকে সম্ভবত ঠিক মতই জপ করে চলেছে খুলনা গেজেটের চৌকস প্রতিবেদক দল। আমি মনে করি খুলনা গেজেটকে আজকের এই অবস্থানে আনতে যার সবচেয়ে বেশি অবদান তিনি হলেন গাজী আলাউদ্দিন ভাই, যিনি খুলনা গেজেটের অন্যতম উদ্যোক্তা ও রূপকার। তিনি ব্যক্তিগতভাবে একজন সৎ, নীতিবান ও কর্মঠ মানুষ। তার ভিতরে আমি দেখেছি নিত্য-নতুন দারুণ দারুণ আইডিয়া। তার হাত দিয়েই খুলনা থেকে প্রকাশিত প্রবর্তন ও সময়ের খবরের মতো বেশ কয়েকটি পত্রিকা পাঠক সমাজে পরিচিতি লাভ করেছে। ধন্যবাদ ও অভিনন্দন গাজী আলাউদ্দিন ভাইসহ খুলনা গেজেটের সাথে সংশ্লিষ্ট সকলকে।
আমাদের খুলনা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ডিসিপ্লিনের ছাত্র মেহেদী হাসান বাপ্পী। সে এখন খুলনা গেজেটের নিজস্ব প্রতিবেদক ও খুলনা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি। তার লেখার গাঁথুনীও বেশ মজবুত বলে মনে হয়। খুলনা বিশ্ববিদ্যালয়ের যে কোন সংবাদ বেশ গুরুত্ব সহকারেই ছাপা হয় খুলনা গেজেটে। এ কারণে খুলনা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক হিসেবে খুলনা গেজেটেকে অবশ্যই ধন্যবাদ জানাতে হয়।
খুলনা গেজেটের নিউজ প্রেজেন্টেশন বেশ চমৎকার ও সাজানো-গোছানো। বিশেষ করে নিউজ ও প্রবন্ধের সাথে প্রাসঙ্গিক ছবির সংযোজন বেশ চিত্তাকর্ষক। বাংলাদেশের শীর্ষ স্থানীয় দৈনিকগুলোর অনলাইন ভার্সনের সাথে আমি তুলনা করে দেখেছি, খুলনা গেজেটের মান অনেকের চেয়েই এগিয়ে। স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক খবরের অধিকাংশই কাভার করছে খুলনা গেজেট। রাজনীতি ও অর্থনীতির পাশাপাশি আইটি, শিক্ষা, ইসলাম ও জীবন, সোশ্যাল মিডিয়া, চিত্র-বিচিত্র ও সাহিত্যসহ ১৬ টি বিভিন্ন বিভাগে সাংবাদিক, লেখক, সাহিত্যিক ও শিক্ষাবিদগণ নিয়মিতি লেখার সুযোগ পাচ্ছেন। কাগজের পত্রিকায় যেটা বাস্তবে অনেকাংশেই সম্ভবপর হতো না।
দিনের শুরুতেই আমি চেষ্টা করি নিউজের একটা আপডেট পেতে। খুলনার যে কোন সর্বশেষ নিউজ পেতে আমি প্রথমেই ক্লিক করি খুলনা গেজেটে। আমার একটা আত্মবিশ্বাস জন্মেছে যে খুলনা গেজেটে ক্লিক করলেই খুলনার সর্বশেষ সংবাদটি পেয়ে যাবো। আবার ঘুমাতে যাবার আগেও সর্বশেষে ক্লিক করি খুলনা গেজেটে; দেখি শেষ বারের মতো কোন গুরুত্বপূর্ণ সংবাদ পোস্ট করা হয়েছে কি না।
আশা করবো খুলনা গেজেট তার পথ চলা অব্যাহত রাখবে এবং চলার গতি আরও বাড়িয়ে দেবে। সেই দিনের অপেক্ষায় রইলাম যে দিন খুলনার আপামর নিউজ প্রেমীরা দিনের প্রথম ও শেষ ক্লিক করবে খুলনা গেজেটে। অব্যাহত থাকবে ‘সবার আগে সঠিক সংবাদ’। সেই প্রত্যাশাই থাকলো।
(লেখক : মৎস্য-বিজ্ঞানী ও অধ্যাপক, খুলনা বিশ্ববিদ্যালয়)