খুলনা, বাংলাদেশ | ৬ মাঘ, ১৪৩১ | ২০ জানুয়ারি, ২০২৫

Breaking News

  মারা গেলেন কাজী নজরুল ইসলামের নাতি বাবুল
  রাজনৈতিক দলগুলো কম সংস্কার চাইলে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন : প্রেস সচিব
মা ইলিশ সংরক্ষণ অভিযান

দিঘলিয়ায় ৬৩ হাজার ৫’শ মিটার জাল উদ্ধার

দিঘলিয়া প্রতিনিধি

মা ইলিশ সংরক্ষণ অভিযান- ২০২১ এ দিঘলিয়া উপজেলা মৎস অধিদপ্তর গত ১০ দিনে ভৈরব, আতাই এবং মজুদখালী নদীতে ২৭ টি অভিযান চালিয়ে ৬৩ হাজার ৫’শ মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করেছে।

এ ছাড়া উপজেলা নির্বাহী অফিসার ও এক্সকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাহাবুবুল আলম এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আলীমুজ্জামান মিলন ৭ টি পৃথক মোবাইল কোর্টের মাধ্যমে ১৯ টি মামলা রুজু করেন এবং নগদ ১৯ হাজার ৮’শ টাকা জরিমানা আদায় করেন।

সরকার চলতি মাসের ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সারা দেশে ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয় বিক্রয় ও বিনিময় সম্পূর্ন নিষিদ্ধ ও দন্ডনীয় অপরাধ ঘোষণা করেছেন। এ সকল আইন অমান্যকারীকে কমপক্ষে ১ বছর হতে সর্বচ্চ ২ বছরের জেল ৫ হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দন্ডে দন্ডিত করা হবে বলে আইনে উল্লেখ রয়েছে।

দিঘলিয়া উপজেলা মৎস অধিদপ্তর উপজেলা প্রশাসনের সহায়তায় এ সময়ের মধ্যে উদ্ধারকৃত বিপুল পরিমাণ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করেছে। সেনহাটীতে ইলিশ আহরণে বিরত থাকা ৯০ জন চাষীকে জনপ্রতি ২০ কেজি করে চাউল প্রদান ছাড়াও সচেতনা সভা ও র‍্যালীর আয়োজন করেছে।

আগামী ২৫ অক্টোবর পর্যন্ত অভিযান, মোবাইল কোর্ট এবং সচেতনতামূলক সভা অব্যাহত থাকবে। এমনটাই জানিয়েছেন উপজেলা সিনিয়র মৎস অফিসার মোহান্মদ মঞ্জুরুল ইসলাম।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!