খুলনা, বাংলাদেশ | ২ মাঘ, ১৪৩১ | ১৬ জানুয়ারি, ২০২৫

Breaking News

  দেশে হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচএমপিভি) আক্রান্ত নারীর মৃত্যু
  মোংলার চাপড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ২
  গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র : আজ প্রধান উপদেষ্টার নেতৃত্বে সর্বদলীয় বৈঠক

দিঘলিয়ায় মাস্ক পরিধান নিশ্চিতে অভিযান

দিঘলিয়া প্রতিনিধি

সম্প্রতি সারা দেশে কোভিড-১৯ এর প্রকোপ বৃদ্ধি পাওয়ায় জনসচেতনতা বৃদ্ধি এবং জণগণকে শতভাগ মাস্ক পরিধান নিশ্চিতের লক্ষে দিঘলিয়া উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করে।

আজ বৃহস্পতিবার বেলা ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত উপজেলা সদরের বিভিন্ন দোকানপাট, ব্যাংক, অফিস এবং রাস্তায় চলাচলরত জণসাধারণের মাঝে এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাহাবুবুল আলম এ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে তিনি মাস্ক পরিধান না করার অপরাধসহ অন্যান্য অপরাধে সংক্রমণ রোগ প্রতিরোধ নির্মুল আইন ২০১৮ এর ২৪ ধারায় ৬ টি মামলায় ৬ হাজার টাকা জরিমানা করেন এবং আরাফাতুজ্জামান নাইম নামে এক যুবককে ৪ ঘন্টার কারাদণ্ড প্রদান করেন। এ সময় তিনি জণসাধারণের মাঝে বিনামূল্য মাস্ক বিতরণ করেন।

এর আগে সকাল ১০ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহাবুবুল আলম তার অফিস কক্ষে দিঘলিয়া উপজেলা পরিষদের দায়িত্ব গ্রহণের ২ বছর পূর্তি উপলক্ষে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ শিরীন ময়নাকে ফুলের তোলা দিয়ে অভিনন্দন জানান। এ সময় অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আব্দুস সামাদ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আহসানউল্লাহ চৌধুরী, খুলনা গেজেটের রিপোর্টার একরামুল হোসেন লিপু প্রমুখ।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!