বজ্র নিরোধক হিসেবে তালের চারা রোপন, বনের প্রয়োজনীয়তা, বন সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা আজ ১৯ আগষ্ট (বৃহস্পতিবার) বেলা ১ টায় দিঘলিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুল আলম, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ম্যানগ্রোভ সিলভি কালচার সেন্টার এর বিভাগীয় প্রধান ড. আ স ম হেলাল সিদ্দিকী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মোঃ আব্দুস ছামাদ প্রমুখ।
কর্মশালায় ২২ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।
খুলনা গেজেট/ টি আই