খুলনার দিঘলিয়া উপজেলার নগরঘাট এলাকায় জামান জুট মিলে আজ ২২ নভেম্বর রবিবার বেলা পৌনে ১২ টার দিকে ভয়াবহ অগ্নিকান্ড হয় । অগ্নিকান্ডে মিলের ৪ শ্রমিক দগ্ধ হয়েছে। এরমধ্যে মোঃ আসলাম (৪০) নামে একজনের অবস্থা আশংকাজনক। তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। ফায়ার সার্ভিসের ৫ টি ইউনিট ৩ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। অগ্নিকান্ডের ঘটনায় মিলের আনুমানিক প্রায় ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
উক্ত মিলের ডিজিএম (প্রশাসন) মোঃ রিপন মোল্যা জানায়, হার্ড ওয়েস্ট মেশিন থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। সেটি পর্যায়ক্রমে মিলের সর্বত্র ছড়িয়ে পড়ে। এর ফলে মিলের ১টি ব্রেকার মেশিন, ২ টি ফিনিসার ও ১ টি ডাস্ট চেকার মেশিন সম্পূর্ন ভস্মিভূত হয়। এ ছাড়া এক হাজারটি ব্রেকার রোল, এক হজার ফিনিসার রোল, ২ হাজার মন প্রসেসিং পাট সম্পূর্ন পুঁড়ে যায়।
আগুন নেভাতে গিয়ে মিলের শ্রমিক মোঃ আসলাম (৪০), নাজমা (৩৫), মাহাফুজা (২৫), ও রবিউল (৩০) নামে ৪ জন শ্রমিক আহত হয়। এরমধ্যে আসলামের অবস্থা আশংকাজনক। তাঁর শরীরের ৭৫ শতাংশ পুঁড়ে যায়। মারাত্মক আহত আসলামকে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হলে হাসপাতাল কর্তৃপক্ষ তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় শেখ হাসিনা বার্ন এন্ড প্লাস্টিক সার্জারী হাসপালে প্রেরণ করেছে। বাকী ৩ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সুস্থ করা হয়ে।
এ ব্যাপারে দিঘলিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, তাঁরা জামান জুট মিলে অগ্নিকান্ডের ঘটনাটি জেনেছেন। তবে এ ব্যাপারে মিল কর্তৃপক্ষ এখনও তাঁদের কোন লিখিত অভিযোগ দেয়নি।
খুলনা গেজেট/এ হোসেন